বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush: 'অত্যন্ত লজ্জাজনক', 'আদিপুরুষ'-এ রাবণের বিরাটের মতো চুলের কায়দা দেখে ক্ষুব্ধ ছোট পর্দার লক্ষ্মণ

Adipurush: 'অত্যন্ত লজ্জাজনক', 'আদিপুরুষ'-এ রাবণের বিরাটের মতো চুলের কায়দা দেখে ক্ষুব্ধ ছোট পর্দার লক্ষ্মণ

'আদিপুরুষ'-এ রাবণের বিরাটের মতো চুলের কায়দা দেখে ক্ষুব্ধ ছোটপর্দার লক্ষ্মণ

Adipurush: ফের সমালোচনার মুখে ‘আদিপুরুষ’। ছোট পর্দার রামায়ণে যাঁকে লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছিল সেই সুনীল লহরী এবার মুখ খুললেন ‘আদিপুরুষ’ ছবিটির বিরুদ্ধে। বললেন আলাদা কিছু করে দেখা গিয়ে গোটা গল্পটাকে নষ্ট করে দিয়েছে এই ছবির নির্মাতারা।

ওম রাউতের ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে মাত্র কয়েকটি দিন হয়েছে। এর মধ্যেই একাধিক বিতর্কে নাম জড়িয়েছে এই ছবির। দেশ জুড়ে বয়ে চলেছে সমালোচনার ঝড়। ছবির নির্মাতা থেকে অভিনেতাদের বারংবার পড়তে হয়েছে কটাক্ষের মুখে। এবার এই ছবির সমালোচনা শোনা গেল ছোট পর্দার লক্ষ্মনের মুখে।

১৯৪৭ সালে ছোট পর্দায় যে রামায়ণ সম্প্রচারিত তা আজও মানুষের মনে গেঁথে গিয়েছে। কালজয়ী হয়ে উঠেছে সেই ধারাবাহিক। এখানে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করতেন অভিনেতা সুনীল লহরী। তিনি এবার ‘আদিপুরুষ’ দেখে এসে ক্ষোভ উগড়ে দিলেন। বললেন তিনি রীতিমত বীতশ্রদ্ধ এই ছবি দেখে।

তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন এই ছবিতে অনেক গ্রাফিক্সের কারিগরি আছে। দেখলে মনে হবে যেন কোনও আঁকা ছবির দেখছি। কিন্তু আদতে, গল্প অনুযায়ী, ইমোশনের দিক থেকে এখানে কিছুই নেই। তাঁর কথায়, 'আমি বুঝতেই পারলাম না এই ছবি কাদের জন্য বানিয়েছেন নির্মাতারা? কেনই বা বানিয়েছেন? এখানে না আছে গল্প, না আছে চরিত্র, না আছে অন্য কিছু। আলাদা কিছু করতে দেখাতে গিয়ে পুরোটাই নষ্ট করে ফেলেছে।'

ইতিমধ্যেই এই ছবির ডায়লগ থেকে দৃশ্যায়ন সবটাই প্রশ্ন এবং সমালোচনার মুখে পড়েছে। হনুমানের মুখে যে সংলাপ বসানো হয়েছে তাতে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন সকলে। আর এমন এক মহাকাব্যের সঙ্গে যুক্ত থাকার পর, সেই ধারাবাহিক অত সুখ্যাতি পাওয়ার পর একই গল্প নিয়ে যখন ছবি বানানো হল সেটা দেখে স্বাভাবিক ভাবে অন্যান্যের তুলনায় আরও বেশি বিরক্ত বোধ করেছেন সুনীল।

তিনি এই ছবির প্রতিটি চরিত্রের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'রাম লক্ষ্মণের মধ্যে কোনও ফারাক নেই। তাঁদের দেখতে এক লাগছিল, তাঁরা কাজও এক করছিল। মেঘনাদের সারা গায়ে অত ট্যাটু দেখানো প্রয়োজনীয়তা কী ছিল? রাবণকে অকারণ কামার বানানোর প্রয়োজন কী ছিল বুঝলাম না।' একই সঙ্গে তিনি রাবণের চুলের কায়দার সমালোচনা করে বলেন, 'বিরাট কোহলির মতো রাবণের চুলের কাট! এটা সত্যি অত্যন্ত লজ্জাজনক।'

তিনি একই সঙ্গে গল্পে এত পরিবর্তন দেখানো হয়েছে যে সেটা নিয়েও মুখ খোলেন। বলেন, 'গল্পের কিছু জিনিস কখনই বদলানো উচিত নয়। রাবণের পুষ্পক রথ ছিল। এখানে কোথা থেকে একটা বদখত দেখতে বাদুর এল বুঝলাম না। তাছাড়া হনুমানের পিঠে চড়ে রাম কবে যুদ্ধ করেছিল? জলের মধ্যে কবেই বা লক্ষ্মণ মেঘনাদকে মারল?'

মোদ্দা কথা, ওম রাউতের ‘আদিপুরুষ’ যে সুনীলের একদম পছন্দ হয়নি সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট। তিনি এই ছবির প্রতিটা অংশ নিয়ে ঠিক ভুল ধরিয়ে দিয়েছেন। করেছেন যথাযথ সমালোচনাও।

বায়োস্কোপ খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.