Ramdhonu music video: মিউজিক ভিডিয়োয় সমকামী প্রেমের গল্প তুলে ধরবেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্য়ায়। নাম ‘রামধনু’। প্রথম কোনও মিউজিক ভিডিয়োয় কণ্ঠ দিয়েছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। চলতি মাসে শুরু হবে গানের শ্যুটিং।
1/6প্রেম কোনও বাধা মানে না। সমকামী প্রেমের গানে গল্প এঁকেছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। পুরোপুরি ভিন্ন ধরনের মিউজিক ভিডিয়ো অভিনয় করছেন তিনি। আসন্ন এই মিউজিক ভিডিয়োর নাম ‘রামধনু’।