মেয়ে হওয়ার মাস কয়েকের মধ্যেই কাজে ফিরেছিলেন আলিয়া। অন্য়দিকে ‘তু ঝুটি মেয় মক্কার’-এর প্রচার, অ্যানিম্যাল-এর শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রণবীরও। এবার স্বামী-স্ত্রী একটু জিইয়ে নিতে পাড়ি দিলেন দুবাই। সঙ্গী তাঁদের ৭ মাসের শিশুকন্যা রাহা।
বৃহস্পতিবার সকাল সকাল মুম্বই এয়ারপোর্টে লেন্সবন্দি হলেন রণবীর-আলিয়া। মেয়েকে মিডিয়ার সামনে না আনলেও পাপারাৎজিদের আবদার মেনে এয়ারপোর্টে জমিয়ে পোজ দিলেন ‘রালিয়া’। লম্বা সময় পর জুটিতে রণবী-আলিয়া, স্বভাবতই এয়ারপোর্ট লুকের ছবি-ভিডিয়ো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল।
রণবীরের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এ তারকাকে দেখা গিয়েছে মুখ ভর্তি দাড়ি-গোঁফে। কুড়ুল হাতে রণবীরের সেই বিধ্বংসী লুক ছেপে গিয়েছে ফ্যানেদের মনে। শ্যুটিং-এর কাজে দীর্ঘদিনই দাড়ি-গোঁফ কামাননি তারকা। তবে এদিন ক্লিনসেভে একদম রোম্যান্টিক হিরোর লুকে রণবীরকে দেখে চমকে গেলেন পাপারাৎজিরা। প্রশংসায় ভরিয়ে দিলেন নায়ককে। সবার মুখেই এক কথা, ‘দারুণ লাগছে’। যা শুনে রণবীর বলে ওঠেন, ‘কাকে দারুণ লাগছে?’ একজোট হয়ে রণবীরের নাম নেয় ছবি শিকারিরা। ব্যস ওমনি বরকে হিংসে করে আলিয়া বলে ওঠেন, ‘আর আমাকে ভালো লাগছে না?’ সঙ্গে সঙ্গে নায়িকার তারিফ করতে শুরু করে দেন চিত্রগ্রাহকরা। বলেন, ‘ম্যাডাম আপনাকেও দারুণ লাগছে, দুজনেই ভালো লাগছে’।
এদিন কালো রঙা ঢিলেঢালা শার্ট আর প্যান্টে পাওয়া গেল আলিয়াকে। সঙ্গে কালো রোদচশমা এবং পায়ে সাদা রঙা স্নিকার্স। অন্যদিকে রণবীরের পরনে ছিল হালকা নীল শার্ট আর প্যান্ট, পায়ে সাদা রঙের স্নিকার্স। বউয়ের কোমরে হাত রেখে ছবি তুললেন নায়ক।
রণবীর-আলিয়ার ভিডিয়োতে ফ্যানেদের মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, ‘রব নে বানাদি জোড়ি’। আবার কেউ লিখেছেন, ‘উফ, কতদিন পর একসঙ্গে দেখলাম, দুজনকে দারুণ লাগছে’। অবশ্য ট্রোলারদেরও অভাব নেই। অনেকেই কটাক্ষ করে লিখেছেন, ‘আলিয়াকে বাচ্চা মেয়ে লাগে রণবীরের পাশে’।
গত বছর এপ্রিলেই সাত পাক ঘুরে ছিলেন রণবীর-আলিয়া। এরপর জুন মাস নাগাদ দেন সন্তান সম্ভবা হওয়ার খবর দেন নায়িকা। ৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহা কাপুরের। তবে মেয়ের বড় না হলে রাহার ছবি জনসমক্ষে আনবেন না ঠিক করেছেন এই তারকা দম্পতি। রাহার গোপনীয়তা বজায় রাখতে চান বাবা-মা। সেই অনুরোধ পাপারাৎজিদের সামনেও রেখেছেন তাঁরা।
প্রসঙ্গত, অগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, যে ছবি পরিচালনা করছেন ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। অন্যদিকে ২৮শে জুলাই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে অন্য রণবীরের সঙ্গে জুটি বেঁধে রুপোলি পর্দায় হাজির হচ্ছেন আলিয়া। পরিচালনায় করণ জোহর। এছাড়াও চলতি বছরই মুক্তি পাবে আলিয়ার ডেবিউ হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’,যার টিজার সামনে এলেছে সম্প্রতি।