ওয়েক আপ সিড ছবিটি মুক্তি পাওয়ার পরই অনেকের নজর কেড়েছিল। ছবির গল্প থেকে শুরু করে অভিনয়, গান সবটাই যেন আজও দর্শকদের মনে থেকে গিয়েছে। ভীষণ ভাবে স্মরণীয় হয়ে আছে এই ছবি। হঠাৎ এত বছর পর সেই ছবি পুনরায় চর্চায় উঠে এসেছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে এবার এই ছবির সিক্যুয়েল আসছে। এলেও অবাক হওয়ার কিছু নেই কারণ এখন এটা সিক্যুয়েলের যুগ, একটার পর একটা হিট ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে গত কয়েক মাসে। তবে এটা সত্যি কিনা সময় বলবে।
ওয়েক আপ সিড ছবির সিক্যুয়েল আসছে?
সকলকে চমক দিয়ে পরিচালক করণ জোহর বুধবার, ২ জানুয়ারি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে রণবীর কাপুরকে দেখা যায় এক ঝলক যার নেপথ্যে বাজছে ওয়েক আপ সিড ছবির টাইটেল ট্র্যাক। করণ এটির ক্যাপশনে লেখেন, 'এটা কি সত্যিই হচ্ছে? আমি যতদূর জানি এক্সাইটিং কিছু একটা তৈরি হচ্ছে। আর এটার থেকে ভালো কোনও খবর হতেই পারে না।'
আরও পড়ুন: নূপুরকে প্রথমে পছন্দই ছিল না ইরার! তবুও কীভাবে প্রেমে পড়লেন আমির কন্যা?
আরও পড়ুন: রাস্তার কুকুরদের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে পরপর খুন করছেন বিক্রম! প্রকাশ্যে পারিয়ার টিজার
করণ জোহর এটা পোস্ট করার পর থেকেই তাঁর পোস্টের কমেন্ট বক্স উপচে পড়ছে একটাই প্রশ্নে, তবে কি ১৫ বছর পর ফের কঙ্কনা সেনশর্মা এবং রণবীর কাপুর একসঙ্গে কাজ করতে চলেছেন? ওয়েক আপ সিড ছবির সিক্যুয়েল আসছে?
যদিও করণ জোহর এখন তাঁর এক পোস্টের কমেন্টে সেকশন বন্ধ করে দিয়েছেন। তবে অনুমান করা হচ্ছে কঙ্কনা এবং রণবীর হয়তো একসঙ্গে অন্য কোনও ছবিতে বা প্রজেক্টে কাজ করতে চলেছেন। সেটা ওয়েক আপ সিড ২ নাও হতে পারে। কারণ তিনি এই পোস্টের হ্যাশট্যাগে অ্যাড বা বিজ্ঞাপন শব্দটি রেখেছেন।
প্রসঙ্গত করণ জোহর এটা পোস্ট করার মাত্র একদিন আগে রণবীর কাপুর এবং কঙ্কনা সেনশর্মার একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায় কোনও একটি ছবির সেট থেকে। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি যে ফাটাফাটি সবাই জানেন। তাই সকলেই প্রত্যাশা করছেন যে ওয়েক আপ সিড ছবির সিক্যুয়েল যেন ফেরে। তবে সত্যিটা কী সেটা সময় এলেই জানা যাবে।