মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। ডিসেম্বরে মুক্তির পাচ্ছে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবি। যেখানে রণবীরকে দেখা যাবে এক্কেবারেই অন্য অবতারে। রোম্যান্টিক হিরোর খোলস ছেড়ে রণবীর এবার অ্যাকশন হিরো। মুক্তি পেয়েছে ছবির প্রথম গান। নাম ‘পাপা মেরি জান’।
ছবির এই গানে রণবীরের ছোটবেলা থেকে বড়বেলা দেখানো হয়েছে। আবেগে ভরা পারিবারি কিছু মুহূর্ত ফুটে উঠেছে। বাবা থেকে সম্পর্ক কীভাবে তিক্ততায় পরিণত হয়েছে এবং শেষে অভিনতাকে অন্য রকমই দেখা গিয়েছে। ঘটনার মোড় নেওয়ার কারণে রণবীরের হাতে সুরার গ্লাস, চোখেমুখে ক্ষতচিহ্ন, ঝরছে রক্ত। বিমানচালককে সিট থেকে সরিয়ে নিজেই সেই স্থানে বসেছেন অভিনেতা। মদ্যপ হয়েই বিমানে ওড়ানোর চেষ্টা করেছেন তিনি। আরও পড়ুন: নতুন কমেডি শোয়ের ঘোষণা করলেন কপিল, টিভিতে নয়, এই শো আসবে OTT প্ল্যাটফর্মে
রণবীরকে গানের দৃশ্যে এমন দেখে কার্যত থ একাংশ নেটিজেন। অনেকেই স্বীকার করেছেন, দৃশ্যটি দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন তাঁরা। এক নেটিজেনের মন্তব্য, ‘দৃশ্যটা ভয়ানক, হাড় পর্যন্ত কেঁপে উঠেছে, সত্যিই ভীতিকর। ১ ডিসেম্বর অ্যানিম্যাল তাড়া করতে আসবে’। এক্স-এ অপর একজনের মন্তব্য, ‘এটা দেখার জন্যই সিটে বসে থাকব। অ্যানিম্যাল-এর জগতের সাক্ষী হতে চাই। ভাংগা আর সোনু নিগমের কণ্ঠস্বর খুবই প্রাণবন্ত আরকে-এর এই লুক!'
সন্দীপ রেড্ডি ভাংগার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, পরিণীতি চোপড়া, তৃপ্তি দিমরিকে। এই ছবিটি প্রথমে চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে 'অ্যানিম্যাল'-এর মুক্তির দিন বদলে ১ ডিসেম্বর ঠিক করা হয়েছে। 'অ্যানিম্যাল' এই মুহূর্তে রণবীর কাপুরের সবথেকে বড় রিলিশ হতে চলেছে। এটাই প্রথম হিন্দি ছবি যেটা উত্তর আমেরিকার ৮৮৮টি হলে মুক্তি পেতে চলেছে।