বাংলা নিউজ > বায়োস্কোপ > বাচ্চা হওয়ার পর কীভাবে পাপারাৎজিদের সামলাবেন? রণবীরের উত্তর, ‘ওদের সঙ্গে বসব…’

বাচ্চা হওয়ার পর কীভাবে পাপারাৎজিদের সামলাবেন? রণবীরের উত্তর, ‘ওদের সঙ্গে বসব…’

খুব জলদি রণবীর-আলিয়ার কোলে আসতে চলেছে সন্তান। 

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না রণবীর কাপুর খুব একটা কখনোই। কীভাবে বাচ্চা হওয়ার পর সামলাবেন মিডিয়াকে, জানালেন ‘শামশেরা’ অভিনেতা। 

ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই মুখ খুলতে চান না রণবীর কাপুর। তবে যবে থেকে অভিনেতার বাবা হওয়ার খবর সামনে এসেছে, তবে থেকে যেন মুম্বইয়ের পাপারাৎজিরা পিছুই ছাড়তে চাইছে না অভিনেতার। এদিকে মিডিয়ার সামনে কম কথা বলতে ভালোবাসনে রণবীর। ওই যাকে বলে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। 

হিন্দুস্তান টাইমসের ‘অর বাতাও’ চ্যাট শো-তে আরজে স্তুতিকে রণবীর বললেন, ‘আমার বাড়ির বাইরে ওরা লুকিয়ে থাকত। আমাদের বাংলোর বাইরে একটা ঝোপ ছিল। ওরা সেখানেই লুকিয়ে থাকত ২৪ ঘণ্টা। আমাকে ফলো করত।’

অভিনেতা আরও বলেন, ‘আমার সঙ্গে তাই ওদের টক-মিষ্টি সম্পর্ক। আমার মনে হয় ওরা আমার গোপনীয়তা ভেঙে দেবে। তাই আমিও লুকোচুরি খেলতাম। খুব কঠিন পরিস্থিতি তৈরি করতাম ওদের জন্য। আমি বলতাম গাড়ি এখানে পার্ক করো, আমি টুক করে বেরিয়ে যেতাম। ওরা আমার গাড়ির সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। ওরা আমাকে শায়েস্তা করবে তো আমিও শায়েস্তা করব।’ আরও পড়ুন: রণবীরের নগ্ন ছবিতে পোশাক পরিয়ে ‘শুধরে দিল’ মিন্ত্রা, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

এরপর রণবীরের কাছে প্রশ্ন রাখা হয় বাচ্চা হলে কী করে সবটা সামলাবেন। তাতে ঋষি-পুত্র উত্তর দেন, ‘আমার মনে হয় আমি ওদের সঙ্গে কথা বলব। এমনিতে ওরা খুব ভালো। আমার মনে হয় আমি ওদের বসিয়ে সবটা বলব। আমার বিশ্বাস ওদের সব বুঝিয়ে বললে ওরা শুনবে।’

১৪ এপ্রিল বিয়ে হয়েছিল রণবীর আর আলিয়ার। আড়াই মাসের মাথায় প্রেগন্যান্সির খবর দেন আলিয়া সোশ্যাল মিডিয়ায়। বাবা হওয়া নিয়ে ইতিমধ্যেই নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। সঙ্গে এটাও জানিয়েছেন, বাড়িতে জোর কদমে চলছে প্রস্তুতি। এখন নাকি বেবি নার্সারি তৈরি করার কাজ চলছে। 

 

বন্ধ করুন