তাঁর Animal-ঘিরে উগ্র পৌরুষের অভিযোগ, আর এবার সেই রণবীর কাপুরকেই এবার দেখা যাবে পুরুষোত্তম রামের ভূমিকায়। এখবর অবশ্য এখন বেশ পুরনো! এতদিনে কমবেশি সব সিনেমাপ্রেমীরাই জেনে গিয়েছেন যে 'অ্যানিম্যাল' রণবীরই হচ্ছেন রামায়ণের রাম। আর এবার ছবির ‘শুভ মহরৎ’ হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী মার্চেই নীতিশ তিওয়ারির সেই ছবির শ্যুটিং শুরু করছেন 'কাপুর পুত্র'।
ETimes-এর প্রতিবেদন অনুসারে, নীতিশ তিওয়ারির এই ম্যাগনাম ওপাস একটা বড় প্রোজেক্ট হতে চলেছে। বিশাল স্কেলে তৈরি হবে এই ছবি। জানা গেছে, এই মহাকাব্যের শুটিং মূলত মুম্বইতেই সেট তৈরি করে হবে। রণবীর কাপুর মুম্বইতে মোট ৬০ দিন শুটিং করবেন। এরপর ছবির নির্মাতারা যাবেন লন্ডনে, সেখানে নাকি ছবির 'লঙ্কা' অংশটুকুর শুটিং হবে। সেই শুটিংও চলবে প্রায় ৬০ দিন ধরে, যেখানে যোগ দেবেন যশ। পাশাপাশি দুই অভিনেতার কিছু কম্বিনেশন শ্যুটও হবে সেখানে। বর্ষা আসার আগেই ছবির শ্যুটিং শেষ করে ফেলতে চান নীতিশ তিওয়ারি।
যদিও এর আগে ‘পিঙ্কভিলা’র প্রতিবেদন থেকে জানা গিয়েছিল নীতিশ তিওয়ারির রামায়ণের লঙ্কার অংশটুকু নাকি শ্রীলঙ্কায় শ্যুট হবে। এখন জানা যাচ্ছে, সেটা হচ্ছে লন্ডনে। যদিও জানা যাচ্ছে, যশের চরিত্রটি মূলত ছবির দ্বিতীয় অংশেই বেশি গুরুত্ব পাবে। তবে রামায়ণের প্রথম অংশের জন্য যশ মোট ১৫ দিন সময় বরাদ্দ করেছেন।
সূত্র বলছে, এই ট্রিলজির প্রথম অংশে ভগবান রাম এবং সীতাকে ফোকাস করা হবে, এবং গল্প সীতা হারানোর সংঘাতের দিকে এগোবে। জানা যাচ্ছে, নতুন বছরে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছবির শুটিং হবে। আর এই সময়সমীয় রামায়ণ: প্রথম অংশের শ্যুটিং শেষ হবে। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর আর সীতার ভূমিকায় অভিনয় করবেন সাই পল্লবী। হনুমান হচ্ছেন সানি দেওল।
এদিকে ঘনিষ্ঠ সূত্র বলছে রামায়ণ চলাকালীন, রণবীর স্বেচ্ছায় অ্যালকোহল এবং আমিষ খাবার ত্যাগ করেছেন। এমনকি প্রভু রাম হিসাবে তাঁর ভূমিকার প্রস্তুতির জন্য গভীর রাতের পার্টি করা থেকেও আপাতত দূরে রয়েছেন রণবীর। রাম হিসাবে তিনি নিজের ইমেজ তৈরি করতে পুরোপুরি প্রস্তুত।
পরিচালক নীতেশ তিওয়ারির এই ছবির অন্যতম অংশ হচ্ছে VFX। এই ছবির ভিএফএক্স করছে অস্কার বিজয়ী কোম্পানি DNEG। রামায়ণ সিনেমাতে বড় ভূমিকা থাকবে তাঁদের। চলতি মাসেই শুরু হবে প্রি-প্রোডাকশনের কাজ, সঙ্গে চলবে অভিনেতাদের সঙ্গে চরিত্রদের চেহারার পরীক্ষানীরিক্ষা এবং সেগুলির 3D ম্যাপিং সেশন। আর সেই কাজের জন্যই ফেব্রুয়ারিতে রণবীর কাপুর উড়ে যাবেন লস অ্যাঞ্জেলেসে। ডিএনইজি অফিসে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মহড়া চলবে সেই সময়টাতে।
জানা যাচ্ছে ২০২৫-এর শেষের দিকে মুক্তি পাবে নীতিশ তিওয়ারির রামায়ণ।