সঞ্জয়লীলা বনশালির আগামী ছবিতে দেখা যাবে রণবীর-আলিয়া ও ভিকিকে। ছবির নাম 'লভ অ্যান্ড ওয়ার'। এদিকে ফের একবার রণবীর-আলিয়ার জুটি বাঁধার খবরে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। কিন্তু নাহ, যাঁরা ভাবছেন এই ছবিতে আলিয়ার সঙ্গে আরও একবার রোম্যান্স করতে দেখা যাবে রণবীরকে, তাঁরা ভুল ভাবছেন।
পিঙ্কভিলার প্রতিবেদন সূত্রে খবর, বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এ ধূসর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। অর্থাৎ তথাকথিত হিরো নন, রণবীরের চরিত্রটিকে একটু জটিল ভাবেই তুলে ধরবেন বনশালি। এই চরিত্রে মনস্তাত্বিক জটিলতাও উঠে আসবে বলে পিঙ্কভিলার প্রতিবেদনে দাবি করা হয়েছে। আর এই চরিত্রে অভিনয়ের জন্য প্রয়োজন ব্যতিক্রমী অভিনয় দক্ষতা। সেই সঙ্গে সুপারস্টারের আভাও প্রয়োজন। আর রণবীরের এই সবই রয়েছে। আর নিজের কেরিয়ারে প্রথমবার নায়কোচিত গ্ল্যামার ছেড়ে এধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর।
জানা যাচ্ছে, 'লভ অ্যান্ড ওয়ার' ছবিতে যুদ্ধের প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের গল্প বলবেন বনশালি। গতমাসেই বিশেষ পোস্টে ছবির কাস্টিং-এর কথা ঘোষণা কর হয়েছে নির্মাতাদের তরফে। প্রসঙ্গত 'ব্রহ্মাস্ত্র'র পর দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর-আলিয়া। অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে আলিয়া ও রণবীর দুজনেই দ্বিতীয়বার কাজ করতে চলেছেন। এর আগে 'সঞ্জু'তে একসঙ্গে কাজ করেছেন ভিকি ও রণবীর। আর আলিয়া 'রাজি' ছবিতে ভিকির সঙ্গে জুটি বেঁধেছিলেন।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর আবারও সঞ্জয়লীলা বনশালির মতো খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর কাপুর। ২০০৭-এ 'সাওয়ারিয়া' ছবির হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন রণবীর। এর আগে ‘ব্ল্যাক’ ছবিতে বনশালির সহকারী হিসাবেও কাজ করেছেন রণবীর। শোনা যায়, ভুলভ্রান্তি হলে রণবীরের কপালে জুটেছে নাকি বনশালির মার-গালিগালাজ। এদিকে পরিচালক বনশালির আগামী প্রোজেক্ট হীরামান্ডি মুক্তির অপেক্ষায় রয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ।
ইতিমধ্যেই লভ অ্যান্ড ওয়ার'-এর প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলে খবর, ২০২৪-এই শ্য়ুটিং শুরু হবে এই ছবির। ২০২৫-এ ক্রিসমাসে মুক্তি পাবে রণবীর-আলিয়া-ভিকির 'লভ অ্যান্ড ওয়ার'।