রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে গায়ক শোভনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। মুখে না বললেও শোভন-সোহিনীর সম্পর্কের কথা এখন সকলেই জানেন। এদিন সোহিনী নতুন করে প্রেম করলেও রণহজয় কিন্তু এখনও 'সিঙ্গল'। টলিপাড়ায় রণজয়ের নামে র পাশে জুড়েছে নতুন তকমা। অনেকেই বলছেন রণজয়ের পিছনে তাঁকে 'দেবদাস' বলেই ডাকছেন।
কিন্তু এমন নাম শুনে কী বলছেন রণজয় বিষ্ণু?
সম্প্রতি 'দেবদাস' নাম শুনে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন রণজয় বিষ্ণু। যদিও তাঁর যে এমন নাম আছে তা তাঁর জানা ছিল না। রণজয়ের কথায়, ‘আমি দেবদাস পল্লীতে থাকি, আর যে মিউজিক্যাল থিয়েটার করেছি, তার নামও দেবদাস। তা বলে আমি নিজে দেবদাস হয়ে যাইনি। আমি আমার জীবনকে ভালোবাসি। তার উপর আমি একটা পরিবারের মাথা, আমার কাঁধে এতগুলো মানুষের দায়িত্ব, তাই দেবদাস হয়ে আমি জীবন কাটাতে চাই না।’
আরও পড়ুন-প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, মাতৃহারা যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা
এদিকে বেশকিছু মাস আগে পর্যন্তও রণজয় বিষ্ণুর পরিচয় ছিল সোহিনী সরকারের বয়ফ্রেন্ড হিসাবে। তবে সময় সবকিছুই বদলে দেয়। একসঙ্গে চলব ভেবেও অনেক সময় একসঙ্গে পথচলা সম্ভব হয় না। আর তাই সোহিনী সরকার প্রেমের মাসে যখন গায়ক শোভনের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন তখন রণজয় তাই সিঙ্গল। মাঝে অবশ্য অভিনেত্রী মিশমি রায়ের সঙ্গে রণজয়ের প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, সেই খবর ভুল।
এদিকে আজকাল, প্রেম, বিয়ে ভাঙলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন অনেকেই। তবে রণজয় বিষ্ণু জানিয়েছেন তিনি সেই তালিকায় নেই। রণজয়ের কথায়, প্রাক্তন বন্ধু হতে পারে, একথায় তিনি এক্কেবারেই বিশ্বাস রাখেন না। তাঁর ক্ষেত্রে তাই সেটা ঘটেনি। রণজয়ের কথায়, ‘প্রাক্তনের সঙ্গে একসময় যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, পরে তাঁকেই বন্ধু হিসাবে দেখব, এতটা উদার আমি নই। আমার কাছে এগুলো অযৌক্তিক মনে হয়’।
মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায় যখন প্রাক্তনের ছবি ভেসে ওঠে, তবে তখন কী করেন রণজয়? অভিনেতা জানান, তিনি নাকি স্ক্রল করে সরে যান, তাঁর কথায়, ‘একদিন যাঁকে ভালোবেসেছেন, আজ সে না থাকায় তাঁর বিরুদ্ধে গিয়ে খুনোখুনি তো আর করতে পারব না?’ তাঁর শুধু একটাই চওয়া, যে যেখানেই থাকুক, যার সঙ্গেই থাকুক, ভালো থাকুক।