স্কুলে আমরা অনেকেই অঙ্কে ভয় পেতাম। একটু এড়িয়ে চলতাম বলা চলে। কিন্তু জানেন কি রণবীর সিং-ও সেই একই দলে পড়েন? হ্যাঁ, সম্প্রতি তিনি এমনটাই জানালেন। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির প্রচারে গিয়ে অভিনেতা তাঁর এবং অঙ্কের সমীকরণের কথা প্রসঙ্গে বলেন তিনি একবার অঙ্কে ফেল তো করেই ছিলেন, পাশাপাশি শূন্য নয় শাস্তি হিসেবে মাইনাস মার্কিং পেয়েছিলেন। কিন্তু অভিনেতার এই কথা নেট পাড়ার অনেকেই মোটেই খুশি হতে পারেননি, বরং বেশ বিরক্ত।
এদিন করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটির প্রচারে অল হোয়াইট পোশাক পরে এসেছিলেন অভিনেতা। তিনি এরপর মাইক ধরে দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি ১০০ তে শূন্যেরও কম পেয়েছেন?' এই প্রশ্ন করেই তিনি বলেন, 'আমি পেয়েছি। আমি একটা বড়সড় গোল্লা পেয়েছিলাম অঙ্ক পরীক্ষায়। এমনই ১০০ -তে ০ পেয়েছিলাম। তার সঙ্গে মাইনাস ১০ যোগ হয়েছিল কথা বলার শাস্তি হিসেবে।' ছোটবেলার কথা মনে করে হেসে ফেলেন অভিনেতা।
তবে নেট পাড়ার অনেকেই তাঁর এই কথায় বেশ বিরক্ত হয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'সফল হওয়ার পর এসব অনেক কিছুই বলা যায়। কিন্তু এটা আদতে ভীষণই লজ্জাজনক।' আরেকজন লেখেন, 'আপনি ছাত্রদের ভুল বার্তা দিচ্ছেন কিন্তু।' কেউ কেউ আবার জানান তাঁরাও অভিনেতার দলেই পড়েন!
প্রসঙ্গত আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটি। করণ জোহর পরিচালিত এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। এছাড়া এখানে আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। বাংলার দুই অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকেও এই ছবিতে দেখা যেতে চলেছে। গল্পে ফুটে উঠবে পঞ্জাবি ছেলে এবং বাঙালি মেয়ের প্রেমের গল্প।