ডিপফেক প্রযুক্তি AI-এর ব্যবহার ক্ষেত্রের একটি খারাপ দিক। অবেশেষে এই ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা। এক সাংবাদিক এই বিষয়টি চোখে পড়ে। কালো পোশাকে একটি লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। ভিডিয়োটি আসলে অভিনেত্রীর নয়, প্রযুক্তিগতভাবে কারচুপি করে তৈরি করা হয়েছে। এমনই একটি ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে নানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X যা আগে টুইটার নামে পরিচিত ছিল, ২.৪ মিলিয়নের বেশি ভিউ এসেছে ওই ডিপফেক ভিডিয়োতে। সাংবাদিক অভিষেক কুমার ভিডিয়োটি এক্স-এ শেয়ার করেছেন, ইন্টারনেটে জাল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন আইনি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আরও পড়ুন: আদরের সঙ্গে বিচ্ছেদ, ‘আমি সিঙ্গেল’, ডেটিংয়ের গুঞ্জন নিয়েও মুখ খুললেন তারা সুতারিয়া
প্রাথমিক ভিডিয়োটি মূলত ৮ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যেখানে জারা প্যাটেল নামে একজন মহিলাকে দেখা গিয়েছে। কে এই জাল ভিডয়োটি তৈরি করেছিল এবং তাঁদের উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও জানা যায়নি। অভিষেকের এই ভিডিয়োটিকে রিটুইট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এই ঘটনাটা খুব গম্ভীর এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত’। প্রসঙ্গত, ‘গুডবাই’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও অমিতাভ।

অমিতাভ বচ্চনের টুইটের স্ক্রিনগ্র্যাব

অমিতাভ বচ্চনের টুইটের স্ক্রিনগ্র্যাব
আপনি যদি ভিডিয়োগুলি পাশাপাশি চালান - ডিপফেক এবং আসল ভিডিয়োর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে। আসল ভিডিয়োতে, লিফটে ঢোকার সময় জারা প্যাটেলের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের পরে, ভিডিয়োটি পরিবর্তন হয় এবং রশ্মিকা মন্দনার মুখে রূপান্তরিত হয়।
এ বিষয় সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে রশ্মিকা লেখেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া নিজের ডিপফেক ভিডিয়ো সম্পর্কে কথা বলতে হচ্ছে, এটা শেয়ার করতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। এইরকম কিছু সত্যিই, অত্যন্ত ভয়ের শুধু আমার জন্যই নয়, আমাদের প্রত্যেকের জন্যও যারা আজ প্রযুক্তির অপব্যবহারের কারণে এমন ক্ষতির ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি’।
অভিনেত্রীর কথায়, ‘একজন মহিলা এবং একজন অভিনেত্রী হিসাবে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের জন্য কৃতজ্ঞ যারা আমার সুরক্ষা এবং সমর্থন নিয়ে যথেষ্ট সংবেদনশীল। আমি যখন স্কুল বা কলেজে ছিলাম তখন যদি আমার সঙ্গে ঘটত তাহলে কীভাবে মোকাবিলা করব সেটা আমার কাছে কল্পনার বাইরে ছিল’। আরও লিখেছেন, ‘আমাদের এই ধরনের পরিচয় চুরির থেকে প্রভাবিত হওয়ার আগে আমাদের একটি সম্প্রদায় হিসাবে এবং তৎপরতা নিয়ে এটির সঙ্গে মোকাবিলা করতে হবে’।
ডিপফেক কি?
ডিপফেক হল এক ধরনের সিন্থেটিক মিডিয়া যেখানে বিদ্যমান ইমেজ বা ভিডিয়োতে থাকা একজন ব্যক্তিকে এআই ব্যবহার করে অন্য কারও সাদৃশ্য দিয়ে প্রতিস্থাপিত করা হয়। মেশিন লার্নিং ব্যবহার করে সংশ্লিষ্ট কারও ছবি ও ডায়ালগ (সংলাপ) দিয়ে দিলে সংশ্লিষ্ট ছবির ব্যক্তিটির ভিডিয়ো তৈরি হয়ে যাবে। যেখানে দেখা যাবে—সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রাখছেন, বক্তৃতা করছেন বা অন্য কোনও কিছু করছেন। এই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা সম্ভব অশ্লীল ভিডিয়ো।