দীর্ঘদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নাকি চুপিচুপি চুটিয়ে প্রেম করছেন রশ্মিকা মন্দানা। প্রকাশ্যে যদিও তাঁরা সেই বিষয়ে কিছুই বলেননি। তবে সম্প্রতি রটে গিয়েছিল যে তাঁরা নাকি ফেব্রুয়ারি মাসেই বাগদান করতে চলেছেন। এবার তাঁদের সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী। উই আর যুবা নামক শোতে তাঁর এবং বিজয়ের রসায়ন সম্পর্কে জানালেন।
বিজয় দেবেরাকোন্ডার বিষয়ে কী বললেন রশ্মিকা মন্দানা?
এদিন বিজয়ের প্রসঙ্গে এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান 'বিজু এবং আমি প্রায় একসঙ্গেই বড় হয়েছি। তাই আমি আমার জীবনে এখন যাই করি না কেন তাতেই ওর কোনও না কোনও ভাবে অবদান থাকে। আমি যাই করি সেটা ওর সঙ্গে পরামর্শ করেই করি। ওর মতামতের প্রয়োজন হয় আমার। ও সবেতেই হ্যাঁ বলে দেয় না। বরং ওর যা বক্তব্য বা বলার থাকে সেটাই বলে। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ও ভাবছে, কোনটা নয় সবটাই। আমার গোটা জীবনে ওর মতো আর কেউ এভাবে আমায় সাপোর্ট করেনি। তাই ও এমনই একজন মানুষ যাকে আমি খুব শ্রদ্ধা করি।'
আরও পড়ুন: রামায়ণ শুরুর আগেই ফের বলিউডের প্রজেক্টে যশ? এবার জুটি বাঁধছেন শাহরুখের সঙ্গে?
আরও পড়ুন: 'বিয়ের জন্মদিন' বেমালুম ভুললেন ইমনের বর! মাশুল দিতে ভিডিয়োতেই কী করলেন নীলাঞ্জন?
বাগদান নিয়ে কী বলেছিলেন বিজয় দেবেরাকোন্ডা?
কিছুদিন আগে যখন রটে গিয়েছিল যে রশ্মিকা এবং বিজয় ফেব্রুয়ারি মাসেই বাগদান সারতে চলেছেন তখন সেই জল্পনায় খোদ অভিনেতা জল ঢেলেছেন। তিনি এই বিষয়ে লাইফস্টাইল এশিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ফেব্রুয়ারি মাসে বাগদান সারছি না বিয়েও করছি না। তবে আমার মনে হয় প্রতি দুই বছরে একবার করে সাংবাদিকরা আমার বিয়ে দিয়েই ছাড়বেন। ওরা যেন বসে আছেন আমায় ধরে বিয়ে দেওয়ার জন্য।'
প্রসঙ্গত বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে এবং বাগদানের গুঞ্জন তখন প্রথম রটে যখন নিউজ ১৮ তেলুগু প্রথমবার তাঁদের একটি রিপোর্টে জানান যে ওঁরা নাকি ফেব্রুয়ারি মাসেই বাগদান সারতে চলেছেন দ্বিতীয় সপ্তাহে সেই বাগদান সারার আগে তাঁরা শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করবেন।
আরও পড়ুন: বিয়ের পর ফের বড় পর্দায় সন্দীপ্তা, কার উদ্দেশ্যে বললেন 'বহুদিনের স্বপ্নপূরণ হল'
বিজয় এবং রশ্মিকার বিষয়ে
বিজয় এবং রশ্মিকা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। গীত গোবিন্দ, ডিয়ার কমরেড সহ একাধিক ছবিতে তাঁদের জুটি বাঁধতে দেখা গিয়েছে। তারপর থেকেই শোনা যায় যে তাঁরা নাকি প্রেম করছেন। এমনকি গত বছর এপ্রিলে তো এটাও রটে যায় যে তাঁরা নাকি লিভইন করছেন। সেই বিষয়ে এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে অভিনেত্রী লেখেন, 'হা ঈশ্বর! আমি তো এই বিষয়ে কখনও ভাবতেই পারি না বাবু।' তবে প্রকাশ্যে যতই সম্পর্ক নিয়ে তাঁরা মুখে কুলুপ এঁটে রাখুন না কেন তাঁদের একে অন্যের কথায় হামেশাই আরেকজনের নাম শোনা যায়।