১৯৯১ সালে ‘পাথ্থার কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে গোবিন্দা, অজয় দেবগন, সুনীল শেট্টি, অক্ষয় কুমারের মতো অনেক তারকাদের সঙ্গে একার পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। রবিনা ফাঁস করেছেন, ডেবিউ ছবিতে অভিনয়ের আগে নাকি একাধিক ছবির অফার হাতছাড়া করেছিলেন অভিনেত্রী।
'টিপ-টিপ বরসা পানি' গানের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান রবিনা। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন, প্রথম চলচ্চিত্রের আগে ৫টি সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। বলিউডে নাম কামানোর পর, তিনি আজ ওটিটিতেও দুর্দান্ত কাজ করছেন।
আরও পড়ুন: ইরফান-সুতপার পুরনো ছবি শেয়ার করে আবেগঘন বাবিল; বললেন, ‘বৃষ্টিতে নাচ করার মুহূর্তে..’
আরও পড়ুন: পয়লা বৈশাখের বিকেলে সাবেকি বাঙালি সাজ চান? টিপস নিন স্বস্তিকা-সোহিনীদের থেকে
'পাঁচটি ছবিতে না বলেছিলাম’
'কার ব্র্যান্ড বাজেগা'-কে দেওয়া একটি সাক্ষাত্কারে রবিনা জানিয়েছেন, তিনি প্রথম সিনেমায় কাজ করার আগে অনেকগুলি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। বলেন, ‘এর আগে আমি পাঁচটি ছবিতে না বলেছিলাম’। এরপরই সলমন খানের সঙ্গে কাজ করার জন্য উত্তেজিত ছিলেন তিনি এবং তাঁর বন্ধুরা।
উচ্ছ্বসিত রবিনা
অভিনেত্রী জানান, 'আমি কলেজের ক্যান্টিনে ছিলাম এবং আমি ভিতরে এসে বললাম, ‘আন্দাজ করো আমাকে কার সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেয়েছি আমি। সঙ্গে সঙ্গে ওদের প্রশ্ন ছিল, কে? আমি বলেছিলাম, ‘সলমন খান’। এরপরই আমার সব বন্ধুরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিল’।
আর কী জানালেন অভিনেত্রী
রবিনা আরও জানিয়েছেন, ‘ছবির জন্য সম্মতি জানানোর পর থেকে শুরু করে এটিতে কাজ শুরু করার প্রক্রিয়াটি খুব দ্রুত ছিল। আমি হ্যাঁ বললাম। পরের দিন আমি সলমনের সঙ্গে একটি ফটোশ্যুট করি এবং তৃতীয় দিনে আমি সিনেমার কাজ শুরু করি'।
আরও পড়ুন: 'যৌন হয়রানির চিহ্ন..', পথচারীদের হাতে হেনস্থার শিকার জার্মানির তিন মহিলার মূর্তি
'পাথ্থার কে ফুল' সম্পর্কে
অনন্ত বালানি পরিচালিত এবং সেলিম খানের লেখা, 'পাথ্থার কে ফুল' একজন তরুণ পুলিশ অফিসার এবং একজন গ্যাংস্টারের মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা প্রথম দেখাতেই পরস্পরের প্রেমে পড়েন। 'পাথ্থার কে ফুল'-এর পর, রবিনা এবং সলমন অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে 'আন্দাজ আপনা-আপনা', 'কাহি পেয়ার না হো যায়ে' ইত্যাদি।
ছবির গল্প ও সংলাপ লিখেছেন সেলিম খান। ২ কোটি টাকায় তৈরি এই ছবিটি প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা বক্স অফিসে সংগ্রহ করেছে। এই ছবিটি সুপারহিট প্রমাণিত হয়েছিল। এই ছবির পরই রবিনা বছরের নতুন মুখের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান। 'পাথ্থার কে ফুল' ছিল সলমন খানের টানা চতুর্থ হিট ছবি। এর আগে 'ম্যায়নে পেয়ার কিয়া', 'বাগি' এবং 'সনম বেওয়াফা'-ও হিট হয়েছিল।