বাংলা নিউজ > বায়োস্কোপ > Raveena Tandon's New Post: কী করে এমন বছর কুড়ি কমিয়ে ফেললেন! রবিনার চেহারা দেখে হতবাক সবাই

Raveena Tandon's New Post: কী করে এমন বছর কুড়ি কমিয়ে ফেললেন! রবিনার চেহারা দেখে হতবাক সবাই

মা না মেয়ে? রবিনার নতুন ছবি দেখে চেনা দায়!

Raveena Tandon's New Post: একটি শ্যুটের পর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রবিনা। আর সেই ছবি দেখেই হতবাক নেট পাড়া! এটা কে? মা নাকি মেয়ে! সবার মুখেই একই প্রশ্ন।

রবিনা টন্ডন সদ্যই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাঁর। আর সেই ছবি দেখেই হতবাক নেটপাড়া। এটা কাকে দেখছেন তাঁরা? আদৌ রবিনা তো? প্রশ্ন জাগে সকলের মনে। কারণ ছবি দেখে মনে হচ্ছে তিনি ৯০ এর দশকে ফিরে গেছেন, বা তারপর তাঁর আর বয়স বাড়েনি!

ভোর পাঁচটায় শ্যুটিং শেষ করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন অভিনেত্রী। ঘুম থেকে উঠে বেশ কিছু ছবি তুলে তিনি সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এই সেলফির সিরিজ দেখে রীতিমত থ হয়ে গিয়েছে তাঁর ভক্তকূল!

অভিনেত্রী যে ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেখানে তাঁকে কালো রঙের একটি হুডি এবং ডেনিম ব্লু শর্ট প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর শেয়ার করা প্রতিটি ছবি দেখেই বোঝা যাচ্ছে যে তাঁর ভীষণ ঘুম পেয়েছে। এবং সদ্যই ঘুম থেকে উঠে তিনি এই ছবিগুলো তুলেছেন। রবিনার পোস্ট করা সব ছবিতে তাঁকে চোখ ডলতে দেখা গিয়েছে। তিনি এই সেলফিগুলো তাঁর মুম্বাইয়ের বাড়ির একটি আয়নার সামনে দাঁড়িয়ে তুলেছেন।

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'যখন তুমি ৫টা পর্যন্ত শ্যুট করে তারপর ঘুমাতে যাও। এরপর যখন তুমি সেই ঘুম থেকে ওঠো এবং বোঝো যে আজ রবিবার আর আজকেই তোমাকে সারা সপ্তাহের সমস্ত ঘেঁটে যাওয়া সব জিনিস ঠিক করতে হবে।'

তাঁর এই পোস্টে শেহবান আজিম কমেন্ট করেন। তিনি লেখেন, 'তোমায় দেখে কলেজ পড়ুয়া মনে হচ্ছে! মনে হচ্ছে যেন অতিরিক্ত ঘুমিয়ে পড়ার কারণে লেকচার মিস করে গেছ!' তাঁর এক ভক্ত এই পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, 'আপনার সত্যি ৪৮ বছর বয়স? সত্যি!' আরেক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন এবং জানতে চান, 'কী করে নিজেকে মেনটেন করো?'

অনেকে আবার অভিনেত্রীকে তাঁর মেয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন! সত্যি তো ছবি দেখে চেনা দায়!

২০০৪ সালে অনিল থাদানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবিনা। তাঁদের দুটি সন্তান আছে, রাশা এবং রণবীর। তবে তাঁর বিয়ের আগে মাত্র ২১ বছর বয়সে তিনি দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন, পূজা এবং ছায়া। বর্তমানে তাঁর দুই-ই দত্তক নেওয়া কন্যা বিবাহিত এবং তাঁদের সন্তান আছে। তবে তাঁর ছোট কন্যা, রাশা হামেশাই খবরের শিরোনামে উঠে আসে মায়ের সঙ্গে তাঁর মুখের অদ্ভুত মিলের কারণে।

অভিনেত্রীকে শেষবার কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে দেখা গিয়েছিল। গত বছর, ২০২১ সালে তিনি ‘আরণ্যক’ ওয়েব সিরিজের মাধ্যম ওটিটিতে পদার্পণ করেন। এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, প্রমুখকে দেখা গিয়েছিল।

বন্ধ করুন