শুক্রবার আচমকাই ফের খারাপ খবর বলিউডে। এদিন হৃদরোগে আক্রান্ত হন বি-টাউনের খ্যাত নামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি'সুজা। আপতত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে রয়েছেন রেমো। সুপারফিট রেমোর আচমকা হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে অনেকেই চমকে উঠেছেন। এদিন অন্ধেরিস্থিত এই বেসরকারি হাসপাতালে খবর পাওয়ামাত্র ভিড় জমান রেমোর গোটা টিম। পৌঁছেছিলেন ধর্মেশ, সলমন ইউসুফ খান সহ রেমোর একাধিক সহকর্মী তথা শিষ্য।
শুরু থেকেই সারাক্ষণ রেমোর পাশে ছিলেন পত্নী লিজেল। রাত একটু বাড়তেই হাসপাতালের করিডরে দেখা মেলে লিজেলের। বেশ বিধ্বস্ত লাগছিল তাঁকে, কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় রেমো ডি'সুজার জীবনসঙ্গীকে। সংবাদমাধ্যমের উদ্দেশে দূর থেকেই তিনি জানান, রেমোর অ্যানজিওপ্লাস্টি সার্জারি করা হয়েছে। ওঁর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। প্রার্থনা করুন, আগামী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ'।
রেমোর কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খানও এদিন পৌঁছেছিলেন হাসপাতালে। বম্বে টাইমসকে তিনি জানান, ‘রেমোর মতো স্বাস্থ্য সচেতন মানুষের যখন হার্ট অ্যাটাক হয়েছে এমন শুনি, সেটা তোমার ভিতরের সব কনফিডেন্সগুলোকে কেমন ভেঙে চুরমার করে দেয়। আইসিইউতে রয়েছে ও। পরিস্থিতি স্থিতিশীল, জানিয়েছেন চিকিত্সকরা'।
শনিবার সাতপাকে বাঁধা পড়ল রেমোর অন্যতম প্রিয় শিষ্য, তথা ডান্স প্লাসের মাস্টার পুনিত। তবে এদিন বন্ধুর বিয়ে ছেড়ে সারাক্ষণ রেমোর পরিবারের পাশেই ছিলেন ধর্মেশ, কুর্তি, সলমনরা।
উল্লেখ্য, রেমো পরিচালিত সর্বশেষ ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর। গত বছর বক্স অফিসে মুক্তি পায় এই ছবি। মূলত জি টিভির রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের বিচারক হিসাবে লাইমলাইটে উঠে আসেন রোমো। দু-দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে বি-টাউনে রেমোর জার্নি শুরু হয়েছিল। এরপর জাতীয় পুরস্কার জয়ী কোরিওগ্রাফার হিসাবে নিজেকে মেলে ধরেছেন তিনি।