অলকানন্দা রায় দীর্ঘদিন ধরেই সংশোধনাগারে যাঁরা থাকেন তাঁদের নিয়ে কাজ করে চলেছেন। তাঁদের নাচ শেখান, নাটক শেখান। তাঁদের দিয়ে অনুষ্ঠান করান। অভিনেতা নাইজেল আকারা যখন জেলে ছিলেন তখন তাঁর সঙ্গেও একাধিক কাজ করেন অলকানন্দা। এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্সে তাঁর ছাত্ররা এসে পারফর্ম করেন।
এদিন ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ছাত্রদের সঙ্গে নিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বলেন, 'আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আমার ছেলেরা এই প্রথম কোনও রিয়েলিটি শোতে পারফর্ম করবে। তারা সবাই সংশোধনাগারের আবাসিক। ওরা আমাকে মা বলে, তাই ওদের মা হিসেবে আমি সবসময় প্রার্থনা করব ওরা যেন মুক্তি পায়, সুন্দর জীবনে ফিরে যায়। ওরা আজ একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পাচ্ছে সেটা আমার জন্য একটা বড় পাওয়া।'
তিনি এদিন তাঁর কথায় কথায় জানান তাঁর 'ছেলেরা' যে এদিন কেবল নাচ করেছেন সেটাই নয়, তাঁরা তাঁদের নাচের পোশাক, প্রপস বানিয়েছে এবং একই সঙ্গে গানও গেয়েছে। অলকানন্দা রায়ের কথায়, 'এটা ওদের ৯৮ তম পারফরমেন্স। এর সম্পূর্ণ ক্রেডিট ওদের। আমি ওদের পাশে আছি কেবল। ওদের হাত ধরেছি।'
আরও পড়ুন: পিরিয়ডস নিয়ে বিশেষ পর্ব হরগৌরী পাইস হোটেলে, কী বলছে সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন: 'ও মহুলের বাবার থেকেও বেশি', বললেন বৈশাখী, ডটার্স ডে'তে মেয়েকে কী বিশেষ উপহার দিলেন শোভন?
জি বাংলার আরেকটি ভিডিয়োতে দেখা যায় অলকানন্দা রায়ের ছাত্ররা মঞ্চে নাচ করছেন। এরপর তাঁকে মহাগুরু মিঠুন চক্রবর্তী উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। তুলে দেন একটি স্মারক। সঙ্গে এদিন মৌনী রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যায়।
অনেকেই এই ভিডিয়ো দুটোতে কমেন্ট করেছেন। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অলকানন্দা রায়ের জন্য। অনেকেই আবার লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।