বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi Sen: 'আমাদের জন্য গর্বের বিষয়', ‘নগরকীর্তন’-এর মুকুটে নয়া পালক, কোন সুখবর দিলেন ঋদ্ধি

Riddhi Sen: 'আমাদের জন্য গর্বের বিষয়', ‘নগরকীর্তন’-এর মুকুটে নয়া পালক, কোন সুখবর দিলেন ঋদ্ধি

‘নগরকীর্তন’-এর মুকুটে নয়া পালক, কোন সুখবর দিলেন ঋদ্ধি

Riddhi Sen: ‘নগরকীর্তন’ ছবিটির মুকুটে নতুন পালক যুক্ত হল। ছবি মুক্তির প্রায় ৬ বছর পর এই ছবিটি BFI নির্বাচিত সেরা দশ ভারতীয় ছবি যা LGBTQIA -এর উপর তৈরি হয়েছে তার একটি হিসেবে নির্বাচিত হয়েছে।

সালটা ২০১৭, এই বাংলাতেই মুক্তি পেয়েছিল ‘নগরকীর্তন’ নামক এক ছবি। গল্প বলার ধরন, গান, অভিনয় সংলাপ, এবং সর্বোপরি সিনেমার গল্প সবটাই মন জয় করে নেয় দর্শকদের। কান্না ভেজা চোখেই হল থেকে বেড়িয়েছিলাম, আজও মনে আছে। বলাই বাহুল্য এই ছবিতেই বোধহয় ঋদ্ধি সেনের এখন পর্যন্ত সেরা অভিনয়টা দেখেছিলাম। বাদ যাননি ঋত্বিক চক্রবর্তীও। কৌশিক গঙ্গোপাধ্যায়কে যে কেন ছকভাঙা গল্পের পথিক বলা হয় সেটা এই ছবি প্রমাণ করে বারবার। আর সেই ছবির মুকুটেই এবার নতুন পালক যুক্ত হল।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট বা BFI নির্বাচিত সেরা ১০ ভারতীয় ছবি যা LGBTQIA -এর উপর তৈরি হয়েছে সেটার একটি হিসেবে নির্বাচিত হল। আর এই খবর খোদ এই ছবির পুঁটি ওরফে অভিনেতা ঋদ্ধি সেন সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

‘নগরকীর্তন’ ছবিতে পরিমল ওরফে পুঁটি এবং মধুর গল্প ধরা পড়েছিল। পুঁটি একজন রূপান্তরকামী মহিলা ছিল। সে থাকত তৃতীয় লিঙ্গের কিছু মানুষের সঙ্গে। সেখানেই আগমন হয় বংশীবাদক মধুর। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কাছাকাছি আসে তাঁরা। কিন্তু এই ট্রান্সফোবিক সমাজ ওদের মেনে নেয়নি। চলে অত্যাচার। পুঁটিকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হলে সে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেয়। অন্যদিকে বিশেষ বন্ধুর এই মৃত্যু মানতে পারে না মধু। সেও ছবির শেষভাগে গিয়ে রূপান্তরকামী হিসেবেই ধরা দেয় ছবিতে।

ঋদ্ধি এবং ঋত্বিক অভিনীত এই ছবি তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে। একটি সেরা মেকআপের জন্য। একটি বিশেষ জুটি অ্যাওয়ার্ড এবং তৃতীয়টি হল সেরা অভিনেতা হিসেবে ঋদ্ধি এই পুরস্কার পান। এখন এই ছবির প্রাপ্তির তালিকায় এই নতুন তকমা যোগ হল। ঋদ্ধি গোটা বিষয়টা নিয়ে লেখেন, 'নগরকীর্তন BFI নির্বাচিত সেরা দশ ভারতীয় ছবি যা LGBTQIA এর উপর তৈরি হয়েছে তার একটি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটা ভেবেই আমি শিহরিত হচ্ছি যে নগরকীর্তন ভারতীয় ছবি হিসেবে বিশ্বের এমন একটি সম্মানীয়, পুরনো এবং অবশ্যই কালচারাল প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে। কৌশিক গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা এমন একটা ভাবনা ভাবার জন্য।'

ঋদ্ধির এই পোস্টে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানান। রূপাঞ্জনা মিত্র তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'এই ছবিতে তোমার অভিনয় দেখার মতো ছিল।' অভিনেতার এক ভক্ত লেখেন, 'কেবল কৌশিক গঙ্গোপাধ্যায় নন, এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটা মানুষ, আপনি ঋত্বিক দা সকলেই দুর্দান্ত কাজ করেছেন।'

বন্ধ করুন