পয়লা বৈশাখের দিনই মা-বাবা হতে চলার সুখবর শেয়ার করে নিয়েছিলেন ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh) আর গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের পাঁচ বছরের মাথায় দেন সুখবর। তারপর থেকেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।
এবার বেশ একটা মজার রিল ইনস্টায় শেয়ার করলেন ঋদ্ধিমা। দেখা গেল সাদা টি-শার্টে বসে আছেন কোনও এক ক্যাফেতে। কামড় বসিয়েছেন স্যান্ডুইচে। সামনে রাখা চা, সঙ্গে আবার কোল্ড কফি। আর স্ক্রিনে ভাসছে ‘POV: For 9 Months everyday is a cheat day’ (নয় মাসে প্রত্যেকদিনই চিট ডে)।
অর্থাৎ মা হতে চলার জার্নিটা চুটিয়ে উপভোগ করছেন ঋদ্ধিমা। কমেন্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে একজন মন্তব্য করলেন, ‘বিশ্বাস করো এটা জীবনের সেরা সময়। কদিন পরে তোমার মধ্যে একটা প্রাণ অনুভব করতে পারবে। এটা শুধু মায়েরাই পারে।’ আরেকজন লিখলেন, ‘কী খাচ্ছ আর কোথায় খাচ্ছ একটু বলো না! দেখেই আমার জিভে জল চলে এল।’ তৃতীয়জন লিখলেন, ‘যা মনে চাইছে খাও। খুব খুব উপভোগ করো। অনেক ভালোবাসা।’ আরও পড়ুন: গরমের ছুটিতে বেড়ুবেড়ু সহজ-প্রিয়াঙ্কার! রাহুলকে কলকাতায় ফেলে চলে গেলেন মা-ছেলে?
২০১০ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তির সেটে আলাপ হয়েছিল তাঁদের। সেই আলাপই গড়িয়েছিল বন্ধুত্ব আর তারপর প্রেমে। দীর্ঘ ১৩ বছর ধরে একে-অপরের হাতটা এভাবেই ধরে রেখেছেন। আরও পড়ুন: মাথায় ভেঙে পড়ল লোহার পিলার, ফ্যাশন শো-র মাঝে মৃত্যু মডেলের
এর আগে সাদা মেটারনিটি ড্রেসে বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। পিছনেই দাঁড়িয়েছিলেন গৌরব। আলতো করে বউয়ের স্ফীতোদরে হাত রেখে এক গাল হাসিতে তুলেছিলেন ফোটো। আরেকটা ছবিতে বউকে আগলে রেখেছিলেন গৌরব। হারিয়েছিলেন একে-অপরের চোখে। সেই সময় দুই থেকে তিন হতে চলার খবর শেয়ার করে দম্পতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘একটা দুর্দান্ত রোমাঞ্চ শুরু হল বলে…. পয়লা বৈশাখের এই শুভ দিনে আমরা খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা দু’জনে বাবা-মা হতে চলেছি। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।’
ঋদ্ধিমাকে শেষ পর্দায় দেখা গিয়েছে হইচই-এর ‘ব্যোমকেশ ও পিঁজারাপোল’-এ। তবে এরপরের ব্যোমকেশ-থেকে বিরতি নিয়েছেন তিনি। সেই জায়াগায় আসছেন সোহিনী সরকার। সোহিনীকে এর আগেও একাধিকবার দর্শকরা দেখেছেন সত্যবতী হিসেবে। অন্য দিকে, গৌরবকে আগমীতে দেখা যাবে রাজর্ষি দে-র মায়া-তে।