প্ল্যান ছিল নতুন বছরে মাকে সারপ্রাইজ দেবেন। তাই নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ক্রিকেটার ঋষভ পন্থ। কিন্তু পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন এই ভারতীয় ক্রিকেটার।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। তাঁকে তড়িঘড়ি রুরকির এক হাসপাতালে ভর্তি করা হয়। রুরকির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করার পরে, পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্যের সরকার ভারতের তারকা কিপারের চিকিৎসার পুরো দায়িত্ব নেবে।
আরও পড়ুন: দুর্গম জঙ্গলে ডেটিং, রোম্যান্টিক ছবি, কেমন কাটছে ভিকি-ক্যাটরিনার রাজস্থান ট্যুর
শুক্রবার দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তারকা উইকেটরক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর এবং অনুপম খের। এরপর সংবাদমাধ্যম এএনআই-এর মুখোমুখি হয়ে তাঁরা জানিয়ছেন, ‘আমরা ঋষভ এবং ওঁর মায়ের সঙ্গে দেখা করেছি। ওঁর অবস্থা স্থিতিশীল। ওর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবাই প্রার্থনা করুন।’
সাধের মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা খান ঋষভ। গাড়িতে আগুনও লেগে যায়। কোনও মতে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে প্রাণে রক্ষা পান তিনি। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে শুক্রবার রাত-ভোরে এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময়ে নাকি ঘুমিয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার। পুলিশকে পন্ত নিজেই জানিয়েছেন এ কথা।