টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। পঞ্চাশের গণ্ডি পার করেও এখনও দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রি। ক্রিকেট তথা কেকেআরের প্রতি ঋতুপর্ণার টান কারুর অজানা নয়, তবে এবার চেন্নাই সুপার কিংস তারকা তথা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ফ্রেমবন্দি হলেন এই টলি সুন্দরী। শনিবার ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে একটি ক্যানডিড ছবি শেয়ার করেন ঋতুপর্ণা। সেই ছবি ঘিরেই হইচই। কোথায় দেখা হল দুজনের? জয়পুরে এক প্রমোশন্যাল ইভেন্টে একফ্রেমে ধরা দিলেন দুজনে।
একটি ব্র্যান্ডের প্রচারের মুখ ঋতুপর্ণা ও ধোনি। একদিনের ঝটিকা সফরে গোলাপি শহরে বাজির ছিলেন দুজনে। ছবিতে দেখা গেল ঋতুপর্ণা কিছু কথা বলছেন, খুব মন দিয়ে মাথা নীচু করে সেটি শুনছেন মাহি। তবে কী কথা হল দুজনের? তার জবাব তো একমাত্র তাঁরাই জানেন!
অনুষ্ঠানে সোনালি জরির কাজ করা লাল রঙা লেহেঙ্গায় সেজেছিলেন ঋতুপর্ণা, সঙ্গে বেনারসি ওড়নায় ঝলমলে নায়িকা। খোলাচুল আর মানানসই মেকআপে অপরূপা টলি-কুইন। ধোনি অবশ্য একদম ক্য়াজুয়াল পোশাকে ধরা দিলেন। ব্লু ডেনিম এবং ফুলহাতা নীল রঙের সোয়েট টি-শার্ট ছিল মাহির পরনে।
রবিবার ভোরেই কলকাতায় ফিরেছেন ঋতুপর্ণা। এদিন বিকালে মোহরকুঞ্জে নায়িকার আসন্ন ছবি 'মহিষাসুর মর্দিনী'-র টিজার লঞ্চ রয়েছে, সেই অনুষ্ঠানেও হাজির থাকবেন তিনি। এই ছবি পরিচালনায় দায়িত্বে রয়েছেন রঞ্জন ঘোষ। এর আগে রঞ্জন ঘোষের পরিচালনায় ‘আহা রে’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা।
আরও পড়ুন-প্রথমবার মহালয়ায় দেবী দুর্গা,ট্রোলিং থেকে শুভশ্রী-সোনামণিকে নিয়ে জবাব ঋতুপর্ণার
এদিন সোশ্যাল মিডিয়ায় মহালয়ার শুভেচ্ছাও ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। এই বছর প্রথমবার টেলিভিশনের পর্দায় দেবী দুর্গা হিসাবে দেখা গেল তাঁকে। কালার্স বাংলার 'দেবী দশমহাবিদ্যা'য় মা দুর্গা হিসাবে ধরা দিয়েছেন ঋতুপর্ণা।
এই বছর নায়িকার পুজোর প্ল্যান কী? হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন- ‘কলকাতা, মুম্বই, সিঙ্গাপুর- সব মিলিয়ে মিশিয়ে পুজোর প্ল্যান। এই বছর মুম্বইয়ে একটা পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমি, ওখানে যাব। কলকাতায় কয়েকটা অ্যাপিয়ারেন্স আছে। এইভাবেই কাটবে।’