'মাতঙ্গী' ওয়েবসিরিজের শ্যুটিং চলাকালীন সোহিনী সরকার ও তৃণা সাহার ঝামেলার ঘটনা এখন প্রায় অনেকেই জানেন। গত সপ্তাহেই এই ঝামেলার জেরে শ্যুটিং ফ্লোর ছেড়ে বের হয়ে গিয়েছিলেন তৃণা সাহা। তারপর থেকেই ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ। এদিকে তৃণা সাহার এই কাণ্ডকারখানার প্রযোজনা সংস্থার যে আর্থিক ক্ষতি হয়েছে, কলাকুশলীদের কাজের যে সমস্যা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন 'মাতঙ্গী'র অন্যতম প্রযোজক রুদ্রনীল ঘোষ।
এখন শোনা যাচ্ছে, 'মাতঙ্গী' ওয়েব সিরিজ থেকেই নাকি বাদ পড়েছেন তৃণা সাহা। তৃণাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নিয়েই এবার শ্যুটিং শুরুর কথা ভাবছে প্রযোজনা সংস্থা। কিন্তু তৃণার জায়গায় কাকে নেওয়া হচ্ছে? জানা যাচ্ছে, তৃণার বদলে কাজ করার জন্য এই ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে রোশনি ভট্টাচার্যের কাছে। রোশনি তাঁর কাছে প্রস্তাব যাওয়ার খবর স্বীকারও করে নিয়ে জানিয়েছেন, তাঁর কাছে প্রস্তাব এসেছে, তবে চূড়ান্ত কিছু হয়নি। তিনি এখনও বিস্তারিত কিছুই জানেন না।
আরও পড়ুন-আরও পড়ুন-কেন ঝগড়া সোহিনী-তৃণার? ঠিক কী ঘটেছিল ‘মাতঙ্গী’র সেটে?
এদিকে এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন তৃণা সাহা নিজের ভূল বুঝতে পেরেছেন। তিনি তাঁর কথায় লিখিত ভাবে ক্ষমাও চেয়েছেন, তবে সেটাও দু'দিন পরে। তবে রুদ্রনীল জানিয়েছিলেন, তৃণা ক্ষমা চাওয়ার সঙ্গে নিজের কিছু শর্তও চাপিয়েছেন। তাঁর সেই শর্তের সঙ্গে টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে। তাই পুরো বিষয়টি আলোচনা সাপেক্ষ। ক্যামেলিয়া প্রোডাকশন ও তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনার পরই পুরো বিষয়টা ঠিক হবে। রুদ্রনীলের কথায়, ‘তৃণা খারাপ লাগার কথা জানিয়েছেন, সেটা ভালো বিষয়। কারণ একসঙ্গে কাজ করি বা না করি বন্ধুত্ব থাকবে। এতে একসঙ্গে কাজ যদি নাও করি, তারজন্য পরে আর কখনও একসঙ্গে কাজ করব না এমনটাও নয়। আসলে কিছু দাবি থাকলে আগে থেকেই জানিয়ে দিতে হয়। অভিনেতাদের শর্ত আগে থেকে বলে কাজ করাই ভালো, কারণ সবকিছুর পিছনে আর্থিক বরাদ্দ থাকে।'
তৃণা সোহিনীকে বেশি সুবিধা দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ ছিলেন, রেগে গিয়ে কারোর কথা না শুনে সেদিন ফ্লোর ছেড়ে বের হয়ে যান। তবে সেবিষয়টি যে কেউই ভালোভাবে নেননি তা রুদ্রনীলের কথায় একপ্রকার বেশ বোঝা গিয়েছিল। রুদ্রনীল বলেন, ‘শ্যুটিং ফ্লোরে এসে কার কোন বিষয়ে কী মনে হবে, কার কীসে খারাপ লাগবে, তা আমরা ঠিক করে দিতে পারি না। তবে হ্যাঁ, ব্যক্তিগত ভালোলাগার বাইরে পেশাদারিত্ব নিয়ে কাজ করাটাই নিয়ম।’ রুদ্রনীল সাফ জানিয়েছিলেন, তাঁরা কাউকেই বেশি সুবিধা দিচ্ছেন না, তবে সিনিয়াররা পৃথিবীর সর্বত্রই সিনিয়ারিটির জন্য কিছু সুবিধা, সম্মান পান।