‘মাতঙ্গী’র শ্যুটিংয়ের সোহিনী সরকারের সঙ্গে তৃণা সাহার ঝামেলার ঘটনা এখন অনেকেই জেনে ফেলেছেন। তৃণা সাহার রাগের মাথায় শ্যুটিং ছেড়ে বের হয়ে যাওয়ার ঘটনা নিয়ে টলি পাড়ায় গুঞ্জন চলছেই। অভিযোগ তৃণার কারণেই বন্ধ 'মাতঙ্গী'র শ্যুটিং। অবশেষে এই ঘটনায় মুখ খুললেন 'মাতঙ্গী'র অন্যতম প্রযোজক রুদ্রনীল ঘোষ।
হিন্দুস্থান টাইমস বাংলাকে ফোনে ঠিক কী ঘটেছে? ঘটনার পর কী পরিস্থিতি সবটাই জানিয়েছেন প্রযোজক রুদ্রনীল। তিনি বলেন, 'যা ঘটেছে, তা তো এখন অনেকেই জেনেই গিয়েছেন। তবে এই ঘটনায় আমার প্রযোজনা সংস্থা ওয়ার্কশপ' বা ক্যামেলিয়া প্রোডাকশনের প্রায় কোনও ভূমিকাই নেই। শ্যুটিং ফ্লোরে এসে কার কোন বিষয়ে কী মনে হবে, কার কীসে খারাপ লাগবে, তা আমরা ঠিক করে দিতে পারি না। তবে হ্যাঁ, ব্যক্তিগত ভালোলাগার বাইরে পেশাদারিত্ব নিয়ে কাজ করাটাই নিয়ম। কোনওকিছু নিয়ে কারোর মন খারাপ হয়েছে, সেটা নিয়ে আরেকজন কারোর নাম না করে একটা মেসেজ ছেড়েছেন। যে ম্যেসেজে কারোর নাম নিয়ে কিছু বলা হয়নি। আর আরেকজনের মনে হল এটা নিশ্চয় তাঁকেই বলা হয়েছে। এটার দায়, যিনি মনে করছেন তাঁর। কে কেন, কী কী স্বাচ্ছন্দ্য পাচ্ছেন তা পূর্ব নির্ধারিত থাকে। কাউকে অতিরিক্ত কিছু দেওয়া হচ্ছে এমনটা নয়। তবে সিনিয়ারটির যোগ্যতায় সিনিয়াররা কিছু বাড়তি সম্মান পান, এটা পৃথিবীর সর্বত্রই ঘটে। তা নিয়ে কারোর খারাপ লাগলে সেটা তাঁর একান্তই ব্যক্তিগত বিষয়।'
আরও পড়ুন-কেন ঝগড়া সোহিনী-তৃণার? কী বলছেন ‘মাতঙ্গী’র পরিচালক
তৃণার শ্যুটিং ছেড়ে বের হয়ে যাওয়া নিয়ে রুদ্রনীল বলেন, ‘তৃণা সাহা যেভাবে উত্তেজিত হয়ে গিয়ে সেট ছেড়েছেন সেটা এথিকস-এর বাইরে, খুবই পীরাদায়ক। কারণ সকলে তাঁকে অনুরোধ করেছিলেন, বুঝিয়ে ছিলেন, লাভ হয়নি। যদিও তৃণা অবশ্য ভুল বুঝে পরে দুঃখপ্রকাশ করেছেন। যদি সমস্যা মিটেও যায়, এই আর্থিক ক্ষতির দায় কে নেবেন? ?যখন কোনও কিছু সঙ্গে অন্য শিল্পী-কলাকুশলীদের রুটিরুজি জড়িয়ে থাকে, তখন নিজের ব্যক্তিগত খারাপ লাগাতে দমন করতে জানতে হয়। তৃণা, সোহিনী, রণিতা দাস বা দেবশ্রী (শুভশ্রীর দিদি) সকলেই অনেকদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে সকলেই জানেন বিষয়টা। এই যে গোটা দিন শ্যুটিং ফ্লোর বসে রইল, এই আর্থিক ক্ষতির দায় কে নেবে! স্বাভাবিকভাবে মনে হবে যাঁর বা যাঁদের জন্য ক্ষতি হল তাঁদেরই ক্ষতিপূরণ দিতে হবে। তবে আমরা সেটা চাই না। দেখছি আলোচনা করে কীভাবে সকলের সঙ্গে বসে বিষয়টা মেটানো যায়।'
রুদ্রনীল ঘোষ আরও জানান, ‘তৃণা সাহা লিখিতভাবে তাঁর ঘটনা নিয়ে খারাপ লাগার কথা জানিয়েছেন, তবে সঙ্গে কিছু শর্তও চাপিয়েছেন। সেটাও টাকার বিষয় তাই আলোচনা করতে হবে। কারণ সবকিছুরই একটা বাজেট আগে থেকে নির্ধারিত থাকে। তবে তৃণা খারাপ লাগার কথা জানিয়েছেন, সেটা ভালো বিষয়। কারণ একসঙ্গে কাজ করি বা না করি বন্ধুত্ব থাকবে। এতে একসঙ্গে কাজ যদি নাও করি, তারজন্য পরে আর কখনও একসঙ্গে কাজ করব না এমনটাও নয়। আসলে কিছু দাবি থাকলে আগে থেকেই জানিয়ে দিতে হয়। অভিনেতাদের শর্ত আগে থেকে বলে কাজ করাই ভালো, কারণ সবকিছুর পিছনে আর্থিক বরাদ্দ থাকে। তবে আজকের মধ্যেই বিষয়টা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। তবে এই আর্থিক ক্ষতির দায় ক্যামেলিয়া প্রোডাকশন এবং আমার প্রযোজনা সংস্থার উপরই বর্তাবে। এছড়াও এই শ্যুটিং বন্ধের জন্য বাকি কলাকুশলীদের যে ক্ষতি হল, সেটাও তো বিষয়। কারণ, সকলেরই বিভিন্ন জায়গায় ডেট দেওয়া থাকে।’