শ্যুটিং সেটে দু-পা ভেঙেছেন ‘নিম ফুলের মধু’র সৃজন। বাসের ছাদ থেকে লাফাতে গিয়েই যত কাণ্ড! গত ১৮ই জুলাই দু-পায়ের গোড়ালিতে চিড় ধরে রুবেলের। আপতত গৃহবন্দি নায়ক। সিরিয়ালের গল্পও সেইভাবেই সাজানো হয়েছে। রুবেলের অ্যাক্সিডেন্টের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। কাছের মানুষের মন আর শরীর দুটোই ভালো নেই। তাই তাঁকে ভালোবাসায় আগলে রাখার সবরকম চেষ্টা করছেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দিচ্ছেন রুবেলের নানা আপডেট।
অভিনয়ের জগতে পা দেওয়ার আগে রুবেল একজন নৃত্যশিল্পী, নাচের ক্লাসেই একযুগ আগে আলাপ হয়েছিল শ্বেতা-রুবেলের। আর রুবেলের মন খারাপের দাওয়াই হিসাবে নাচকেই বাছলেন যমুনা ঢাকির নায়িকা। রবিবাসরীয় সন্ধ্যায় রুবেলের সঙ্গে নাচের তালে মাতলেন শ্বেতা! এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে দু-টো ভাঙা পা নিয়ে কী করে নাচলেন রুবেল? না দু-পা দাঁড়িয়ে নয়, বরং বিছানায় বসে বসেই এই তারকা দম্পতি নেচে দেখাল।
একফোঁটাও নড়ল না পা। শুধুমাত্র হাতের মুদ্রাতেই কামাল করে দেখালেন শ্বেতা-রুবেল। রজনীকান্তের ‘জেলার’ ছবির ট্রেন্ডিং গান ‘কাভালা’র মিউজিকের সাথে তাল মিলিয়ে নাচলেন জুটিতে। ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন- ‘হাত নাড়িয়েই নাচ’। এই ভিডিয়োতে ভালোবাসা উজাড় করে দিচ্ছে রুবেল ভক্তরা। একজন লেখেন- ‘এই ভাবে রুবেল দা কে আনন্দে রাখো। তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে’। অপর এক ভক্ত লেখেন-'এইভাবেই পাশে থেকো, সুখে থেকো, আগলে রেখো'।
জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট চলাকালীন দু পায়েই চোট পান ‘সৃজন’ রুবেল। বাসের উপর থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্যের শ্যুটে হয় এই হাল। অবস্থা এমন হয় যে পড়ে গিয়ে আর উঠেও দাঁড়াতে পারছিলেন না রুবেল। যদিও সেই অবস্থাতেই আরও দুটো শট দেন। তারপর এক্স রে থেকে জানা যায়, দু-পায়ের গোড়ালি ভেঙেছে সৃজনের। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক স্পষ্ট জানান আগামী দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। পায়ে ভর দিয়ে হাঁটা-চলা তো দূর অস্ত দাঁড়াতে পর্যন্ত পারছেন না রুবেল। যদিও ঘরে বসেই সিরিয়ালের শ্যুটিং চালাচ্ছেন মাঝেমধ্যে। মাঝে রুবেলকে রিপ্লেস করার গুজব রটেছিল টেলিপাড়ায়, তবে বর্তমানে তেমন কোনও সম্ভাবনা নেই।
নায়ক গল্পে সেভাবে হাজির না থাকলেও তার প্রভাব পড়েনি ‘নিম ফুলের মধু’র টিআরপি-তে। সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে এই মেগা। দ্রুত রুবেলকে ‘নিম ফুলের মধু’র সেটে দেখতে চায় ভক্তরা।