বাংলা নিউজ > বায়োস্কোপ > Rukmini Maitra Update: ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে রুক্মিণীর? সমস্ত জল্পনার অবসান নববর্ষের একটি পোস্টে

Rukmini Maitra Update: ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে রুক্মিণীর? সমস্ত জল্পনার অবসান নববর্ষের একটি পোস্টে

সত্যিই কি রুক্মিণীর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে? (ছবি ফেসবুক)

Rukmini Maitra Facebook Update: রুক্মিণী মৈত্রর ফেসবুক হ্যাক হওয়ার খবরে চিন্তায় ছিলেন অনুরাগীরা। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরিষ্কার হয়ে গেল বিষয়টা। নিজেই জানালেন অভিনেত্রী-

শনিবার ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়ার কথা জানিয়েছিলেন রুক্মিণী মৈত্র। আর সেই কথা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। রুক্মিণীর শেয়ার করা খবরে চিন্তিত ছিলেন জিৎ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রুক্মিণীকে সাহায্যের প্রস্তাব দেন নায়ক-প্রযোজক। সাহায্যের হাত বাড়াতেই জবাব এল রুক্মিণীর তরফে। তবে এখানেই রয়েছে অন্য টুইস্ট।

রুক্মিণী মৈত্রর ফেসবুক হ্যাক

ইনস্টাগ্রাম স্টোরিতে রুক্মিণী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। এবং সেই প্রোফাইল থেকে নানারকম মেসেজ যাচ্ছে। ওই মেসেজের কোনও উত্তর দেবেন না। সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন। আমার সোশ্যাল মিডিয়া টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে। খুব শীঘ্রই আবার ফিরব।’

আরও পড়ুন: হুবহু দেখতে শ্রদ্ধা কাপুরের মতো! IPL ম্যাচের ফাঁকে ভাইরাল একটি মেয়ে, দেখে কী বললেন নায়িকা

রুক্মিণী মৈত্রর পোস্ট

এ দিন দুপুরের দিকে ফের আরও একটি বার্তা দেন রুক্মিণী। সেখানে সবাইকে সাবধান করে দেন যাতে কেউ তাঁর থেকে পাওয়া কোনও মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ যেন অ্যাকসেপ্ট না করেন। সেখানে তিনি লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে কেউ যদি আপনাদের সঙ্গে আমার ফেসবুক পেজ থেকে বা আমার ছবি লাগানো প্রোফাইল পিকচার আছে এমন নিশা নামক কোনও আইডি থেকে যোগাযোগ করে তাহলে প্লিজ কেউ উত্তর দেবেন না। আমার টিম এখনও কাজ করছে বিষয়টা নিয়ে।’

আরও পড়ুন: রণবীর-আলিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা নীতুর, ছেলে-বৌমাকে ‘আশীর্বাদ’ দিয়ে কী বললেন

রুক্মিণীর পাশে জিৎ

রুক্মিণীর এই পোস্টেই জিৎ লেখেন, ‘আরে পাগলি এ কী হল! আমি জানি এগুলো দেখাশোনা করার জন্য তোমার অত্যন্ত দক্ষ একটা টিম আছে। কিন্তু যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমি আমার টিমকেও বিষয়টা খতিয়ে দেখতে বলতে পারি।’ জিতের সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রুক্মিণীও। তিনি আবার লেখেন, ‘কোনও ক্লু নেই! কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ আরও একটু সাহায্য পেলে সুবিধাই হবে। আপনার টিম তো আমারও।’ উত্তরে জিৎ লেখেন, ‘একদমই, চেষ্টা করা যাক!’

আরও পড়ুন: ‘দমদম অগ্নিকাণ্ডে দায়ী কে বা কারা?’, অগ্ধিদগ্ধ মোষের ভিডিয়ো পোস্ট করে সরব শ্রীলেখা, মর্মাহত অভিনেত্রী

‘বুমেরাং’ এর প্রচার কৌশল

নায়িকার ফেসবুক হ্যাক হওয়ার খবরে চিন্তায় ছিলেন অনুরাগীরা। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরিষ্কার হয়ে গেল বিষয়টা। আসলে এই ঘটনা ছিল তাঁদের আসন্ন ছবি ‘বুমেরাং’ এর প্রচার কৌশল। রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন ‘বুমেরাং’ ছবির টিজারের লিঙ্ক শেয়ার করে রুক্মিণীর ফেসবুক প্রোফাইলে লেখা হয়, ‘সরি রুক্মিণী, আমি নিশা! সমর সেনের কথাতে আমি হ্যাক করেছিলাম আর সমর সেনের কথাতেই এটা ফিরিয়ে দিচ্ছি। আমি আর সমর সেনকে জানতে এই লিঙ্কে ক্লিক করুন।’

‘বুমেরাং’ টিজার মুক্তি

সায়েন্স ফ্রিকশন ঘরানার ছবি ‘বুমেরাং’। সেখানে রোবটের চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে, এমনটাই অনুমান। তাঁরই চরিত্রের নাম ‘নিশা’। সমর সেন ওরফে জিৎ হলেন একজন আদ্যোপান্ত জিনিয়াস। দুর্দান্ত প্রযুক্তিতে ঠাসা অত্যাধুনিক বাইক থেকে ভবিষ্যতের ভার্চুয়াল মোবাইল সব বানিয়ে ফেলেছে সে। এবার তার লক্ষ্য তার প্রেমিকা নিশা ওরফে রুক্মিণী মৈত্রর মতো দেখতে একটি রোবট বানানোর। আগামী ৭ জুন মুক্তি পাবে ছবিটি। তার পয়লা বৈশাখে মুক্তি পেল ছবির টিজার। এখানেই সমস্ত জল্পনার অবসান হয়।

 

বায়োস্কোপ খবর

Latest News

কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া অক্টোবরে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ, সময় বদলাবে, ভাগ্য ফিরবে ৩ রাশির অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.