টলিউডের সুপারস্টার বললেই বর্তমানে সবার আগে মনে আসে দেবের কথা। নিজেকে হিট মেশিন হিসেবে প্রমাণিত করেছেন। মাসখানেক আগে অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আর পুজোতে আসে বাঘাযতীন। দুটো সিনেমাই সাফল্য পায় বক্স অফিসে।
ব্যোমকেশ ও দুর্গ রহস্য-তে দেবের নায়িকা হিসেবে দেখা মিলেছিল রুক্মিণী মৈত্রের। দর্শকরা খুব পছন্দ করেছিলেন নতুন এই ব্যোমকেশ ও সত্যবতীকে। বাঘাযতীন সিনেমাতেও কিন্তু দেবের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সনক-অভিনেত্রী। তিনি ছিলেন এই ছবির সহ-প্রযোজকও। পুজোতে খুব ভালো ব্যবসা করে ছবিখানা।
দেব আর রুক্মিণীর সম্পর্ক নিয়ে এখন আর নেই কোনও লুকোছাপা। দীর্ঘ কয়েকবছর ধরে প্রেম করছেন। আজকাল তো একসঙ্গে ঘুরতে গিয়ে তোলা ফোটোও নির্দিধায় দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে। রুক্মিণীকে কিন্তু সিনেমায় আনেন দেবই। আরও পড়ুন: ‘কোন দেবতাকে তুষ্ট রাখতে মহিলারা সিঁদুর পরেন?’, সৌরভের প্রশ্নে দাদাগিরিতে শ্রুতি
টিভি নাইন বাংলাতে এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেছিলেন, ‘আমার যখন ১৪-১৫ বছর বয়স তখন থেকে দেব আমাকে চেনে। প্রথম দেখাতেই ও আমাকে বলেছিল একটা সিনেমার জন্য। আমি না বলি। ৮-৯ বছর পরে গিয়ে যখন চ্যাম্প হয় তার আগে ৬ মাস আমার আর দেবের ঝগড়া। কারণ আমি বলে যাচ্ছি আমি করব না করব না। সেই সময় দেব আমাকে এসে বলে, ‘আমি সবসময় বলি আমি তোমাকে চাই, কিন্তু আজ বলব এই সিনেমায় তোমাকে দরকার’। ওর মুখে এই দরকার কথাটা শুনে আমি আর ফেরাতে পারিনি।’ আরও পড়ুন: ‘একটা জিন্স পরে…!’, এবার কী করলেন পাইস হোটেলের নন্দিনী? রেগে কাঁই পথচারী মহিলা
পাশে বসে দেব বলেন, ‘রুক্মিণীর মতো মেয়ে ছোট জিনিসের জন্য তৈরি হয়নি। ওর মধ্যে সব গুণ আছে আন্তর্জাতিক তারকা হওয়ার। আমি কখনোই চাই না ও দেবের বান্ধবী বা দেবের প্রেমিকা হিসেবে পরিচিতি পাক। আমি ওকে পুশ করেছি শুধু।’
শুধুমাত্র টলিউড নয়, বলিউডেও কাজ করে ফেলেছেন রুক্মিণী। সনক ছবিতে কাজ করেছেন বিদ্যুৎ জাম্মওয়ালের সঙ্গে। সেখানে তাঁর কাজ বেশ প্রশংসিতও হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে এরপর রুক্মিণীকে দেখা যাবে ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’ ও ‘দ্রৌপদী’ সিনেমায়। সঙ্গে জিতের সঙ্গে প্রথমবার কাজ করবেন ব্যুমেরাং ছবিতে।