বাংলা নিউজ > বায়োস্কোপ > Rukmini on Dev-Jisshu: দেব আর যিশুর নামে অভিযোগ রুক্মিণীর! দুই ব্যোমকেশের বিরুদ্ধে কী বললেন তিনি

Rukmini on Dev-Jisshu: দেব আর যিশুর নামে অভিযোগ রুক্মিণীর! দুই ব্যোমকেশের বিরুদ্ধে কী বললেন তিনি

দেব আর যিশুর নামে অভিযোগ রুক্মিণীর!

Rukmini on Dev-Jisshu: যিশু আর দেবের বিরুদ্ধে অনেক অভিযোগ রুক্মিণীর! দুই ব্যোমকেশকে নিয়ে কী বললেন সত্যবতী?

সদ্যই মুক্তি পেয়েছে দেব এবং রুক্মিণী অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দর্শক এবং সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। কিন্তু এই ছবি যতই মিশ্র প্রতিক্রিয়া পাক আদতে কিন্তু অনস্ক্রিন বলুন বা অফস্ক্রিন সর্বত্রই তাঁদের কেমিস্ট্রি একেবারে হিট। নিজেদের নিয়ে বিশেষ রাখঢাক করেন না এই টলি জুটির একজনও। কিন্তু কবে বিয়ে করছেন সেই বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ দেব বা রুক্মিণী।

সম্প্রতি সত্যবতী ওরফে রুক্মিণী দুই ব্যোমকেশের বিরুদ্ধে মুখ খুললেন। ভাবছেন টলি পাড়ায় তো অনেকেই ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন, তাহলে কারা সেই দুজন? দেব এবং যিশু। কী বলেছেন রুক্মিণী?

সেটা জানার আগে বলে রাখি যিশু এখন বলিউড এবং দক্ষিণ ভারতে ফাটিয়ে কাজ করে চলেছেন। একটার পর একটা সিরিজ, সিনেমায় দেখা মিলছে তাঁর। এই তো কদিন আগেই কাজলের সঙ্গে একটি সিরিজে কাজ করলেন, কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন তিনি। অনেকের মতেই বাংলার এই ছেলেটি এখন তাঁর কেরিয়ারের সেরা সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন।

কিন্তু এ হেন দুই সহ-অভিনেতার বিরুদ্ধে রুক্মিণী আচমকা অভিযোগ কেন করলেন ভাবছেন? কী অভিযোগ করেছেন? আসলে দেব আর যিশুর সম্পর্ক ভীষণই ভালো। তবে তাঁদের কাণ্ডকারখানা নাকি মোটেই ভালো নয়! না না, ভয় পাবেন না। সবটাই মজা করে বলেছেন। কিন্তু কেন তাঁর এমন মনে হল?

একটি শোয়ে একবার দেব এবং যিশু মুখোমুখি হয়েছিলেন তখন নাকি তাঁরা এত বকবক করছিলেন যে তাঁদের মুখে টেপ লাগাতে হয়েছিল! তিনি সেই সাক্ষাৎকারে আরও বলেন, 'ওরা দুজন একসঙ্গে হলেই কাউকে টিকতে দেয় না।' তবে যতই অভিযোগ করুন না কেন রুক্মিণী জানান তাঁর চোখে কিন্তু যিশু 'মোস্ট হ্যান্ডসাম' অভিনেতা। তাঁর কথায়, 'যিশু তো হ্যান্ডসাম। হার্টথ্রব। কবে যে ওর সঙ্গে কাজের সুযোগ আসবে!'

স্বাভাবিক ভাবেই যেহেতু এখনও পর্যন্ত রুক্মিণী আর যিশু কোনও ছবিতে জুটি বাঁধেননি তাই তাঁর এই বক্তব্য প্রশ্ন তুলে দিল তবে কি আগামীতে তাঁদের কোনও ছবিতে একত্রে দেখা যেতে চলেছে?

প্রসঙ্গত আগামীতে রুক্মিণীকে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে। দেব আসছেন বাঘা যতীন এবং প্রধান নিয়ে।

বন্ধ করুন