বাংলা নিউজ > বায়োস্কোপ > Navya-Siddhant: মুভি ডেটে গেলেন অমিতাভের নাতনি নভ্যা আর সিদ্ধান্ত, কোন সিনেমা দেখলেন তাঁরা

Navya-Siddhant: মুভি ডেটে গেলেন অমিতাভের নাতনি নভ্যা আর সিদ্ধান্ত, কোন সিনেমা দেখলেন তাঁরা

প্রেম করছেন নাকি নভ্যা-সিদ্ধান্ত?

একসঙ্গে মুভি ডেটে গিয়েছিলেন নভ্যা এবং সিদ্ধান্ত। মাল্টিপ্লেক্সে প্রবেশ করতে গিয়ে লেন্সবন্দি হন তাঁরা। অমিতাভ বচ্চনের নাতনি হওয়ার কারণে হামেশাই লাইমলাইটে থাকেন নভ্য়া। বেশকয়েক মাস ধরেই তাঁরা একে অপরের সঙ্গে ডেট করছেন বলে গুঞ্জন। যদিও একথা প্রকাশ্যে স্বীকার করেননি নভ্যা কিংবা সিদ্ধান্ত।

অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গেই নাকি প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। বেশকয়েক মাস ধরেই তাঁরা একে অপরের সঙ্গে ডেট করছেন বলে গুঞ্জন। অমিতাভ বচ্চনের নাতনি হওয়ার কারণে হামেশাই লাইমলাইটে থাকেন নভ্য়া। যদিও সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত টু শব্দটি করেননি তাঁরা। 

এরই মধ্যে এই চর্চিত জুটি মুম্বইয়ে এক মাল্টিপ্লেক্সের বাইরে লেন্সবন্দি হন। জানা যাচ্ছে, একসঙ্গে মুভি ডেটে গিয়েছিলেন নভ্যা এবং সিদ্ধান্ত। মাল্টিপ্লেক্সে প্রবেশ করতে গিয়ে লেন্সবন্দি হন তাঁরা। পাপারাৎজ্জোর অ্য়াকাউন্ট থেকে থেকে শেয়ার করে ভিডিয়োতে লেখা, ‘মুম্বইয়ের মুভি ডেট নাইটে লেন্সবন্দি নভ্যা এবং সিদ্ধান্ত চতুর্বেদী'। 

মাল্টিপ্লেক্সের দিকে যাওয়ার সময় দুজনকে একে অপরের পাশে হাঁটতে দেখা গিয়েছে। নভ্যাকে একটি সাদা টপ এবং কালো প্যান্টে দেখা গিয়েছে। সঙ্গে পরেছেন সবুজ জ্যাকেট। সিদ্ধান্ত ক্যাজুয়াল সাদা শার্ট এবং কালো প্যান্ট বেছে নিয়েছিলেন। তবে মুখ মাস্কে ঢাকা ছিলেন অভিনেতা। আরও পড়ুন: ব্রাজিল উড়ে গেলেন আলিয়া, ক্রসেট টপ, ব্যাগি জিনসে চর্চায় নায়িকার এয়ারপোর্ট লুক

জানা যাচ্ছে, সিদ্ধান্ত-নভ্যার প্রেমের জল নাকি গড়িয়েছে আরও অনেকদূর! চলতি মাসে মুম্বই বিমানবন্দরে লেসন্সবন্দি হন এই জুটি। গোয়া থেকে একসঙ্গেই মুম্বই ফেরেন নভ্যা নভেলি নন্দা ও সিদ্ধান্ত। গোয়া থেকে বেরিয়ে ফেরার পর মুম্বই বিমানবন্দরেই প্রথম এসঙ্গে ধরা দেন তাঁরা। এদিন মুম্বইয়ে ফেরার সময় তাঁদের পোশাকে ছিল রং-মিলান্তি।

গত বছরের শেষের দিকে একটি ফ্যাশান শোয়ে নভ্যাকে সিদ্ধান্তের বাবা-মায়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। গত ডিসেম্বরে পরিচালক অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনের পার্টিতেও তাঁদের একসঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছিল। এমনকি করণ জোহরের ৫০ বছরের জন্মদিন পার্টি সহ বেশকিছু পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।

প্রসঙ্গত, শ্বেতা নন্দা হলেন অমিতাভ-জয়া কন্যা শ্বেতা বচ্চন নন্দার মেয়ে। দাদু, দিদিমা, মামা, মামী, পরিবারের চারজনই বলি পাড়ার অতি জনপ্রিয় মুখ। এমন পরিবারের মেয়ে হয়েও বলিউডের ধারপাশ দিয়ে যাননি তিনি। তবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নভ্যা। ‘হোয়াট দ্য হেল নভ্যা’ পডকাস্ট হোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে বলিউডের পরিচিত মুখ সিদ্ধান্ত চতুর্বেদী। একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.