বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam-Arijit: ‘অপেক্ষা করছি, ও তো খুব ব্যস্ত…’, অরিজিতের জন্যই নাকি এগোয়নি কাজ, অভিমান রূপমের?

Rupam-Arijit: ‘অপেক্ষা করছি, ও তো খুব ব্যস্ত…’, অরিজিতের জন্যই নাকি এগোয়নি কাজ, অভিমান রূপমের?

রূপমকে সময় দিচ্ছেন না অরিজিৎ?

গত বছর ফেব্রুয়ারিতে ঘটা করে অরিজিৎকে নিয়ে নতুন প্রোজেক্টের ঘোষণা করেছিলেন রূপম। এক বছর পেরোতে চলেছে, তাও কেন নেই কোনও নতুন আপডেট? অবশেষে মুখ খুললেন রূপম ইসলাম। কী বলছেন তিনি জানুন-

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রূপম ইসলাম আর অরিজিৎ সিং-এর একসঙ্গে কাজ করার ইঙ্গিত মিলেছিল। রূপমই সেইসময় লিখেছিলেন, ‘নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে’। তবে ১ বছর হতে চললেও, কেন এল না নতুন কোনও প্রোজেক্ট?

এক বছর আগে রূপম একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে ছিলেন তিনি আর অরিজিৎ। রূপমকে বলতে শোনা গিয়েছিল, ‘নমস্কার, আমি রূপম এবং আমার পাশে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিৎ-এর কনসার্টে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। যেটা কোনও প্ল্যানের মধ্যে ছিল না। কিন্তু আজকে আমাদের দুজনের পাশাপাশি এখানে দাঁড়িয়ে থাকার পিছনে আছে একটা বড় প্ল্যানিং। অনেকদিন ধরে আমাদের কথা ছিল যে, আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব। এবং শেষপর্যন্ত হয়তো একসঙ্গে কাজটাও করব।’

এবার রূপম মুখ খুললেন এখনও অরিজিতের সঙ্গে নতুন গান না উপহার দেওয়া নিয়ে। তাঁকে বলতে শোনা গেল, ‘অরিজিৎ অত্যন্ত ব্যস্ত মানুষ। ওঁর সঙ্গে কাজের যে প্রকল্পটা আমি ঘোষণা করেছিলাম, বা আমরা দুজন মিলে ঘোষণা করেছিলাম… আমি কিন্তু যে কাজগুলো নিয়ে ওর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম তা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে অপেক্ষা করছি। ও তো খুব ব্যস্ত। একজন আন্তর্জাতিক শিল্পী। ও যবে এই কাজে মন দিতে পারবে, তবেই হবে।’

‘ এটা তো কোনও ফিল্মের কাজ নয়। এর পিছনে কোনও প্রযোজক নেই। এটা সম্পূর্ণ ওর আর আমার ইচ্ছের ব্যাপার। কিন্তু ও এত সিনেমার কাজে জড়িত আছে, যে মনে হয় না হুট করে সময় দেবে বলে বা সময় দিতে পারবে বলে। এটা যদি কোনও সিনেমার কাজ হত, তাহলে হয়তো ও সময় দিতে পারত। কারণ সেখানে সময়ের ব্যাপার থাকে। প্রযোজক চাপ দেয়, ১০ দিনের মধ্যে করতে হবে। এখানে সেরকম কোনও চাপ দিচ্ছি না। ও যবে ভালোবেসে করবে, তবেই হবে। আমি তৈরি। ও এলেই হবে।’

বিগত কয়েকদিন ধরে কম বিতর্ক তাড়া করেনি রূপম ইসলামকে। শো শেষে কিছু ছবি-পাগল অনুরাগী সেলফি তোলার আবদার নিয়ে হাজির হয়েছিলেন তাঁর বিশ্রাম কক্ষের সামনে। মেজাজ হারিয়ে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করে ফেলেছিলেন রূপম। সঙ্গে কাতর আর্জি, আমাকে তো বাঁচতে হবে! তবে নেটপাড়া বোঝেনি লাইভ অনুষ্ঠানের শেষে ক্লান্ত রূপম। বরং, অনুরাগীদের সঙ্গে দুর্বব্যহার করায় উড়ে এসেছিল নানা ধরনের কটাক্ষ, বয়কট করার ডাকও।

বায়োস্কোপ খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.