সদ্য ‘Who’s Your Gynac’ সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাবা আজাদ। অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন সাবা। হৃতিকের মতোই ফিটনেস সচেতন সাবা। জিমে গিয়ে কঠোর পরিশ্রম করেন। শুক্রবার নিজের একটি মিরর সেলফি পোস্ট করেছেন সাবা। ছিপছিপে ফিগার, পেট থেকে প্যান্ট নামিয়ে টোনড অ্যাবস শো করেছেন সেই ছবিতে। সাবার শেয়ার করে ছবি দৃষ্টি আকর্ষণ করেছে দিয়া মির্জার।
সাবার পোস্ট
ক্রপ টপ এবং প্যান্ট পরে, জিমে টোনড অ্যাবস ফ্লন্ট করে সাবা জানিয়েছেন, তাঁর ডায়েটে কিন্তু ঘি-ও রয়েছে। ক্য়াপশনে লেখেছেন, ‘ঘি দিয়ে রুটি খেতে দ্বিগুণ ভালোবাসি। জিম থেকে এখন সাধারণত আমি পোস্ট করি না। ইনস্টাগ্রামে নেই বলে মনে করো না আমি হারিয়ে গিয়েছি..’।
আরও পড়ুন: দিদাকে হাতে তৈরি বিশেষ উপহার দিল তৈমুর-জেহ, মা ববিতার জন্মদিনে কী করলেন করিনা
আরও পড়ুন: ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, ছবি না দেখলে মিস করবেন
নেটিজেনদের প্রতিক্রিয়া
সাবার পোস্টে নানা রকমের মন্তব্য করেছেন নেটিজেনরা। অভিনেতা সইফ আলি খানের বোন সাবা আলি খানও মন্তব্য করেছেন। লিখেছেন, ‘নেমসেকটিও মিলেছে হাহাহাহা। অসাধারণ…’। অভিনেত্রী-গায়িকা শিবানি দান্ডেকর লিখেছেন, ‘ওহ হ্যাঁ ম্যাম (ফায়ার ইমোজি)।’ অভিনেত্রী দিয়া মির্জা মন্তব্য করেছেন, ‘গোলস (ফায়ার ইমোজি)’। হৃতিকের তুতো বোন এবং উঠতি অভিনেত্রী পশমিনা রোশন লিখেছেন, ‘DAYMNNNNNNNN (ফায়ার ইমোজি)’।
আরও পড়ুন: জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে খচে লাল মুকেশ খান্না, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত…
আরও পড়ুন: কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক, মুক্তি কবে
হৃতিক-সাবার প্রেম
প্রেম জীবন নিয়ে এখন আর গোপনীয়তার পথে হাঁটতে রাজি নন হৃতিক। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় সিঙ্গল ছিলেন তিনি। তার পর তাঁর জীবনে আসেন সাবা। রোশনদের বাড়িতে অবাধ যাতায়াত তাঁর। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠানে দু’জনে হাসিমুখে পাপারাৎজ্জির সামনে পোজ দেন। হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। প্রেমের আদরে-চাদরে মাখামাখি করে ছবি দিতেও পিছপা হন না দুজনে।
হৃতিকের অতীত
২০০০ সালে ভালোবেসে সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক, তবে ১৪ বছর পর ভেঙে যায় সেই বিয়ে। যদিও প্রাক্তন স্ত্রীর সঙ্গেও বন্ধুত্ব অটুট হৃতিকের। বছর খানেক ধরেই ১৭ বছরের ছোট সাবার সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক।