বাংলা নিউজ > বায়োস্কোপ > Saheb Bhattacharjee: ১২ বছর পর আবারও ছোটপর্দায় সাহেব, শুধু কি টাকার জন্যেই?

Saheb Bhattacharjee: ১২ বছর পর আবারও ছোটপর্দায় সাহেব, শুধু কি টাকার জন্যেই?

১২ বছর পর আবারও ছোটপর্দায় সাহেব

Saheb Bhattacharjee: দীর্ঘ ১২ বছর পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন সাহেব ভট্টাচার্য। স্টার জলসার আসন্ন ধারাবাহিক কথায় মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে তাঁকে।

যাঁদের সফর একটা সময় স্মল স্ক্রিন থেকেই শুরু হয়েছিল তেমন একাধিক অভিনেতা বড়পর্দা বা সিরিজে নিজেদের সেরাটা উপহার দেওয়ার পর আবারও ছোটপর্দায় কামব্যাক করছেন। ইতিমধ্যেই অর্জুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। এবার পালা অভিনেতা সাহেব ভট্টাচার্যর। দীর্ঘ ১২ বছর পর তিনি আবারও ছোট পর্দায় আসতে চলেছেন। তাঁকে স্টার জলসার নতুন ধারাবাহিক কথায় দেখা যাবে। সদ্যই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানেই একজন শেফের চরিত্রে দেখা গিয়েছে সাহেবকে। তাঁর বিপরীতে আছেন সুস্মিতা দে।

ছোটপর্দায় কামব্যাক নিয়ে কী বললেন সাহেব?

কথা ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। সেই প্রসঙ্গে তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি আমার কেরিয়ার সঞ্চালক হিসেবে শুরু করেছিলাম। দশ মিনিটের খেল নামক একটি শোয়ের সঞ্চালনা করতাম। এরপর মেঘ বালিকা, বন্ধন এবং নীড় ভাঙা ঝড় ধারাবাহিকে কাজ করি। আর ঈশ্বরের আশীর্বাদে সব কটা ধারাবাহিকই হিট করেছিল। সকলের পছন্দ হয়েছিল সেই ধারাবাহিকগুলোকে।'

আরও পড়ুন: সুর নিয়ে খেলা! ইন্ডিয়ান আইডলের মঞ্চে শ্রেয়ার গানে মুগ্ধ সবাই, মুগ্ধ হয়ে কী বললেন বিশাল?

আরও পড়ুন: বলিউডে বিশেষ অবদানের জন্য সম্মানিত মাধুরী, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে কেন কেঁদে ফেললেন নায়িকা?

তিনি আরও বলেন, 'আমি ছবির জন্য ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলাম। এখন আবার মনে হল এটাই সেরা সময় ছোটপর্দায় ফেরার জন্য যাতে বিপুল সংখ্যক মানুষের কাছে আবার পৌঁছতে পারি। আমার কাছে টিভি হচ্ছে বিনোদনের সব থেকে জনপ্রিয় মাধ্যম।'

কথা ধারাবাহিকে সাহেবের চরিত্রের নাম অভি। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি যখন এই চরিত্রটি পেলাম কথা ধারাবাহিকের জন্য তখন আর হাতছাড়া করিনি। এই ধারাবাহিকের গল্প এবং চরিত্র দুটোই বড় সুন্দর। টিভির ক্ষেত্রে যেমন টাকাটা একটা জরুরি বিষয় তেমনই নিয়মিত পর্দার সামনেও অভিনয় করা যেতে পারে যা আমাকে অভিনেতা হিসেবে আরও ইমপ্রুভ করতে সাহায্য করবে।'

তবে কি ছোট পর্দায় মন দেওয়ার কারণে তিনি এখন আর ছবি বা সিরিজে কাজ করবেন না? এই বিষয়ে সাহেব জানিয়েছেন তিনি বিনোদনের এই তিন জনপ্রিয় মাধ্যমকে এখন একসঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করবেন। এবং তিনি আশাবাদী যে তিনি এটা করতে পারবেন।

বন্ধ করুন