বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Taimur At Darjeeling: করিনা-জেহকে দেখতে বাবাকে নিয়ে দার্জিলিংয়ে এল তৈমুর! পাহাড়ে ছুটিছুটি নবাবদের

Saif-Taimur At Darjeeling: করিনা-জেহকে দেখতে বাবাকে নিয়ে দার্জিলিংয়ে এল তৈমুর! পাহাড়ে ছুটিছুটি নবাবদের

দার্জিলিং যাচ্ছেন সইফ আর তৈমুর। 

‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’র শ্যুটে ব্যস্ত থাকা করিনার সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে এলেন সইফ আর তৈমুর।

ওয়েব সিরিজ ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটে করিনা রয়েছেন উত্তরবঙ্গে। ছোট ছেলে জেহকে নিজের সঙ্গে নিয়ে এসেছেন তিনি। তবে এবার করিনা-জেহর সঙ্গে যোগ দিলেন সইফ আর তৈমুর। বৃহস্পতিবারই বাগডোগরা বিমানবন্দরে নামেন বাবা-ছেলে।

জেহ হওয়ার পর এটাই করিনার প্রথম কাজ। স্বভাবতই পরিবার থেকে দূরে থাকাও অনেকদিন পর। ছোট ছেলে থাকলেও, বড় তৈমুরকে মিস করছিলেন মাম্মা করিনা। এবার সুজয়ের ছবির সেটেই হবে নবাব পরিবারের রিইউনিয়ন। কালিম্পং আর দার্জিলিংয়ে চলছে এখন ছবির শ্যুটিং।

বাগডোগরা বিমানবন্দর মুড়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা বলয়ে। সেখান থেকে বের হয়ে গাড়িতে উঠে পাহাড়-যাত্রা করেন তাঁরা। সইফকে মিডিয়ার দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা যায়। এদিন সকালেই মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছিলেন। বোঝা গেল, মায়ের কাছে আসার জন্যই রওয়ানা দিয়েছিলেন তাঁরা। আরও পড়ুন: দার্জিলিং-এ মুগ্ধ করিনা! সুজয় ঘোষের ওয়েব সিরিজের সেট থেকে শেয়ার করে চলেছেন ছবি

এই ছবি দিয়েই ওটিটি-তে হাতেখড়ি করিনার। জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সুজয়। জনপ্রিয় জাপানি সাহিত্যিক কেইগো হিগাশিনোর অন্যতম আলোচিত বই 'দ্য ডিভোশন অফ সাস্পেক্ট এক্স' অনুযায়ী লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। তবে একবারে ভারতীয় ছাঁচে। করিনার সঙ্গে এই ছবিতে সঙ্গ দেবেন 'পাতাললোক' ওয়েব সিরিজ খ্যাত বলি-অভিনেতা জয়দীপ অহলাওয়ত। করিনা-জয়দীপের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বিজয় বর্মাকেও।

 

বন্ধ করুন