বাংলা নিউজ > বায়োস্কোপ > Sajid Khan: থামল ক্যানসারের বিরুদ্ধে লড়াই, চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত সাজিদ খান

Sajid Khan: থামল ক্যানসারের বিরুদ্ধে লড়াই, চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত সাজিদ খান

চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত সাজিদ খান

Sajid Khan: চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত অভিনেতা সাজিদ খান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

চলে গেলেন সাজিদ খান। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অবশেষে থামল সেই লড়াই। সাজিদ খানকে মেহবুব খানের মাদার ইন্ডিয়া ছবিতে সুনীল দত্তের ছোটবেলার ভূমিকায় দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি মায়া, দ্য সিঙ্গিং ফিলিপিনা ছবির মাধ্যমে খ্যাতি পান।

প্রায় ৭০ বছর বয়স হয়েছিল সাজিদ খানের। বহুদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ছেলে সমীর পিটিআইকে জানান 'বেশ কয়েক বছর ধরে উনি ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) চলে যান।' তিনি আরও জানান তাঁর বাবা তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কেরলে থাকতেন।

আরও পড়ুন: বাড়িতেই জমজমাট ক্রিসমাস পার্টি, ক্যাটরিনাকে জড়িয়ে চুমু ভিকির, নাচলেন সানি-অঙ্গদের সঙ্গে

আরও পড়ুন: দিনরাত জেগে স্ক্রিপ্ট নিয়ে কাজ করেও শাহরুখ করতে পারেননি মুন্নাভাই এমবিবিএস, প্রকাশ্যে আনলেন কারণ

কেরলের আলাপুজ্জা জেলার কায়ামকুলাম শহরের জুমা মসজিদে শায়িত আছেন সাজিদ খান। অস্কারে মনোনীত হওয়া মাদার ইন্ডিয়া ছবিটির পর মেহবুব খানের সন অব ইন্ডিয়া ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সাজিদ খান। তবে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছন মায়া প্রজেক্টের হাত ধরে। সেখানে তিনি একটি পাড়ার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তাঁর চরিত্রের নাম ছিল রাজ্জি। এছাড়া তাঁকে জনপ্রিয় আমেরিকান টিভি শো দ্য বিগ ভ্যালিতেও দেখা গিয়েছিল। এছাড়া ইটস হ্যাপেনিং শোয়ের অতিথি বিচারক হয়ে গেছিলেন একবার।

ফিলিপিনে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সাজিদ খান। সেখানকার একাধিক ছবি যেমন দ্য সিঙ্গিং ফিলিপিনা, মাই ফানি গার্ল, দ্য প্রিন্স ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন।

তাঁর মৃত্যু প্রসঙ্গে তাঁর ছেলে সমীর আরও জানান যে, ' আমার বাবাকে রাজকুমার পিতম্বর রানা এবং সুনীতা পিতম্বর দত্তক নিয়েছিলেন। উনি বেশ কয়েক বছর ধরে সিনে জগতে আর কাজ করছিলেন না। মাঝে মধ্যে কেরলে আসতেন। তারপর এখানেই সেটেল করে যান।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! Big Breaking- টেনিস থেকে অবসর ঘোষণা রাফায়েল নাদালের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায়, রতন টাটাকে শেষ দেখা দেখতে দীর্ঘ লাইন মুম্বইতে রাজধানী অমরাবতী নির্মাণের জন্য অন্ধ্রকে ১৫,০০০ কোটি টাকা লোন দেবে বিশ্বব্যাংক 'তখন টেপজামা পরে পাঁচিলে হাঁটছি…', এককালের 'মামা' সব্যসাচী বদলে হলেন মিঠুর বর টেস্টে দ্বিতীয় দ্রুততম ত্রিশতরান ব্রুকের! পাকিস্তান মাটিতেই ধুয়ে দিলেন আমিরদের… হোমিও ডাক্তারদের জন্য আসছে নয়া নিয়ম, ক্রেডিট স্কোর বাড়লেই হবে লাইসেন্স নবীকরণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.