বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan in Kolkata: ভোরবেলা দমদম বিমানবন্দরে পা রাখলেন সলমন, যোগ দিতে এলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Salman Khan in Kolkata: ভোরবেলা দমদম বিমানবন্দরে পা রাখলেন সলমন, যোগ দিতে এলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

কলকাতায় এলেন সলমন খান

29th KIFF: ভোরবেলা দমদম বিমানবন্দরে পা রাখলেন সলমন খান। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই যোগ দিতে শহরে পা রাখলেন সলমন। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনীতে যোগ দেবেন তিনি।

৫ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ থেকে শহরে বসবে চলচ্চিত্র উৎসব। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শাহরে পা রাখলেন বলিউডের ভাইজান সলমন খান।

মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন সলমন। ফুল হাতা কালো টি-শার্ট ও নীল ট্রাউজার পরে এ দিন দেখা মেলে বলিউড তারকার। সক্কাল সক্কাল সাল্লু মিঞাকে দেখতে বিমানবন্দরে ভিড় জমান ভক্তরা। কলকাতায় নামতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়ে বলিউড সুপারস্টারকে। অভিনেতার পাশে এ দিন দেখা মিলল বাবুল সুপ্রিয়র। আরও পড়ুন: ফাঁস হবে জীবনের পর্দা, সিল্ক স্মিতার নতুন বায়োপিকে অভিনয় করবেন এই অস্ট্রেলিয়ান সুন্দরী

সলমনের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এ দিন তাঁকে ঘিরে বিমানবন্দরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের সিকিওরিটি ডিরেক্টর। ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে নমস্কার করলেন সলমন। অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও, তাঁকেও দেখা গিয়েছে ভাইজানের সঙ্গে।

নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সলমন খান। এই উৎসবের সূচনা-অনুষ্ঠানেই বলিউড ও টলিউডের বহু তারকারা যোগ দেবেন। আতিথেয়তার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গত কয়েক বছরের মতো এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শাহরুখ খান। এমনকি অমিতাভ বচ্চনও বছর অনুপস্থিত থাকবেন বলেই এখনও শোনা যাচ্ছে। তবে এ বছর অনিল কাপুর, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট ছাড়াও বহু তারকা যোগ দিতে আসছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

উল্লখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই নৃত্য পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা করবেন দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ও যখন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, তখন স্ত্রীর নাচের পারফরম্যান্স দেখার সুযোগ দাদার এবার হচ্ছে। 

তবে এবার একটি গানের সঙ্গেই পারফর্ম করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। আর সেই গান নির্বাচন করেছে খোদ উৎসবের আয়োজক সংস্থা রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পলক মুচ্ছল। 

উত্তমকুমার, তনুজা ও তরুণ কুমার অভিনীত ছবি ‘দেওয়া নেওয়া’ হতে চলেছে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.