বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan Eid Wish: গ্যালাক্সির ব্যালকনিতে দর্শন দিলেন ভাইজান, পরিবারের সঙ্গে খুশির ইদ পালন সলমনের

Salman Khan Eid Wish: গ্যালাক্সির ব্যালকনিতে দর্শন দিলেন ভাইজান, পরিবারের সঙ্গে খুশির ইদ পালন সলমনের

পরিবারের সঙ্গে ইদ উদযাপন ভাইজানের

Salman Khan Eid Wish: লাগাতার প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই ইদের দিন ভক্তদের সামনে এলেন ভাইজান। শনিবার সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন ছিল সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। 

বিশ্ব জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ইদ। এই বছর ইদে সলমন আগে থেকেই ভক্তদের ‘ইদি’ দিয়ে রেখেছেন, শুক্রবার মুক্তি পেয়েছে ‘কিসি কি ভাই, কিসি কা জান’। সকাল থেকেই ভাইজানের বান্দ্রার বাড়ির সামনে প্রতীক্ষায় প্রহর গুনছিলেন অনুরাগীরা। তীব্র গরম, মাথায় রোদের তেজ সবকিছুকে উপেক্ষা করে প্রিয় তারকাকে এক বার চোখের দেখা দেখবেন বলেই গ্ল্যালাক্সির সামনে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সলমন ভক্তরা।

ইদের দিন ভক্তদের দর্শন দেবেন সলমন, বেশ কয়েক বছর ধরেই এটাই চল। তবে এই বছর আশঙ্কার মেঘ ঘিরে ধরেছিল ভক্তদের। লাগাতার প্রাণনাশের হুমকির জেরে ভাইজানের বাড়ির সামনে ভিড় জমানোয় নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই পুলিশ। এদিন অবশ্য বাধ সাধেনি পুলিশ, তবে কড়া পাহারার ঘেরাটোপে থেকেছেন ভক্তরা। বিকাল গড়াতেই গ্ল্যালাক্সির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন দাবাং খান। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন নীচে দাঁড়ানো হাজারো ভক্তকে। সঙ্গে ছিলেন সেলিম খানও।

অপেক্ষমাণ অনুরাগীদের সালাম জানিয়েছেন, আবার কখনও জোর হাতে ধন্যবাদ জ্ঞাপন করলেন। সকলের উদ্দেশে তাঁর বার্তা, ‘ইদ মোবারক’। ঘন নীলরঙা পাঠান স্য়ুটে দেখা মিলল সলমনের। তাঁকে ঘিরে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা। বন্দুকধারী সিকিউরিটি গার্ডরা এক মুহূর্তের জন্য চোখের আড়াল করলেন না সলমনকে। উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমসিম খেল পুলিশ।

ইদের দিন পরিবারের সঙ্গে সময় কাটালেন ভাইজান। এদিন সেলিম,সলমা খানের পাঁচ সন্তানকে দেখা গেল একফ্রেমে। পাঁচ ভাইবোনের মিষ্টি ছবি শেয়ার করেছেন অর্পিতা খান শর্মা। পরিবারের সকলে মিলে এদিন ভাগ করে নিলেন ইদের আনন্দ। 

মালাইকা-আরবাজ পুত্র দেশে না থাকায় দেখা মেলেনি তাঁর, ছিল না অলভিরা কন্যা আলিজেও। তবে খান পরিবারের নতুন প্রজন্মের বাকি সদস্যরা হাজির ছিল ইদের জশনে।

গত কয়েকমাস ধরে লাগাতার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। তা সত্ত্বেও এদিন ভক্তদের খালি হাতে ফেরালেন না। নায়কের এই সাহসিকতায় মুগ্ধ অনুরাগীরা। প্রসঙ্গত, সলমনের ইদ রিলিজ ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করেছে। তামিল ছবির ‘বীরাম’-এর অনুপ্রেরণায় তৈরি এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। এছাড়াও ছবিতে অনান্য চরিত্রে রয়েছেন জগপতি বাবু, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জেসি গিল, সিদ্ধার্থ নিগম, ভেঙ্কটেশ দঘুবতি, পলক তিওয়ারিরা। 

 

বন্ধ করুন