বাংলা নিউজ > বায়োস্কোপ > Aayush Sharma’s Car Accident: দুর্ঘটনার মুখে সলমনের বোন অর্পিতার বর আয়ুশের গাড়ি, বাঁচলেন একটুর জন্য

Aayush Sharma’s Car Accident: দুর্ঘটনার মুখে সলমনের বোন অর্পিতার বর আয়ুশের গাড়ি, বাঁচলেন একটুর জন্য

দুর্ঘটনায় আয়ুশ শর্মার গাড়ি। 

Salman Khan-Aayush Sharma: ২০১৮ সালে 'লাভযাত্রী' সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন আয়ুশ। রবিবার এর বড় দুর্ঘটনার মুখে পড়ে সলমন খানের বোনের বরের গাড়ি। 

বড় দুর্ঘটনার কবলে অভিনেতা আয়ুশ শর্মার গাড়ি। সলমন খানের বোনের বড় বাঁচলেন অনেক বড় বিপদের হাত থেকে। তবে সৌভাগ্যক্রমে ঘটনার সময় অভিনেতা গাড়িতে উপস্থিত ছিলেন না। অভিনেতার ড্রাইভার তখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন পেট্রোল পাম্পে। সেই সময়তেই ঘটে ওই ঘটনা। 

অভিনেতার গাড়ি খার জিমখানার সামনে থাকাকালীন ঘটেছে এই দুর্ঘটনা। একজন মাতাল চালক এসে ধাক্কা মারে আয়ুশের গাড়িতে। সেই চালক পালানোর চেষ্টা করলে তাঁকে আটকায় স্থানীয়রা। পাঠানো হয় পুলিশের কাছেও। অভিষুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর। তবে সেইসময় আয়ুশ গাড়িতে না থাকায়, চিন্তার আর কোনও কারণ নেই। 

২০১৮ সালে 'লাভযাত্রী' সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন আয়ুশ। যেখানে তিনি ওয়ারিনা হুসেনের সঙ্গে অভিনয় করেন। ছবিটি প্রযোজনা করেছিল সলমন খান ফিল্মস। এরপর অন্তিম সিনেমাতে জুটি বাঁধতে দেখা যায় সলমন আর আয়ুশকে। আপাতত আয়ুশের হাতে রয়েছে দুটি সিনেমা রুসলান আর কথা, যা খুব জলদিই মুক্তির অপেক্ষায়।

২০১৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন আয়ুশ আর সলমন খানের বোন অর্পিতা। তাঁদের দুই সন্তান। ছেলে আহিলের জন্ম হয় ২০১৬ সালে। মেয়ে আয়াতের জন্ম ২০১৯ সালে।   

আয়ুশ ও অর্পিতাকে নিয়ে কম বিতর্ক নেই। অনেকেই মনে করেন অর্পিতাকে বিয়ে করেছেন আয়ুশ শুধুমাত্র সলমন খানের বোন বলে। ‘মোটা-কালো’ বলে কটাক্ষও কম করা হয় না অর্পিতাকে। অন্য দিকে, ‘বউয়ের টাকায় ফূর্তি করে’ বলেও ট্রোল করা হয় আয়ুশকে অনলাইনে। 

এক সাক্ষাৎকারে এর আগে আয়ুশকে অনলাইনে চলা এই ট্রোল নিয়ে বলতে শোনা গিয়েছিল, ‘আমার স্ত্রী অতিরিক্ত ওজনের জন্য ক্রমাগত ট্রোলড হয়। আসলে অনেকেরই ধারনা, একজন তারকা হওয়ায় তার এতটা মোটা হওয়া উচিত নয়। নির্দিষ্ট ধরনেরই পোশাক পরা উচিত। সঙ্গে ওর গায়ের রং চাপা। তাই যতবারই ওর ছবি সামনে আসে লোকেরা তা নিয়ে কমেন্ট করতে শুরু করে। কোনও মানুষ আভ্যন্তরীন সৌন্দর্য নিয়ে ভাবতে চায় না। তাঁদের কাছে বাইরের সৌন্দর্যটাই আসল। লোকে সুন্দর মানুষ দেখতেই পছন্দ করে।’

বায়োস্কোপ খবর

Latest News

‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের! ‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.