সদ্য মা হয়েছেন বলিউডে একসময়ের সারা জাগানো নাম সানা খান। বিগ বসের ঘরে কম বিতর্ক তৈরি করেননি একসময় সানা। তবে হঠাৎই সব ছেড়ে ইসলামের পথে চলে যান। নবজাতকের এক ঝলক শেয়ার করলেন সানা সামাজিক মাধ্যমে। সানা এবং তার স্বামী আনাস সইয়াদ খুদেকে তারিক জামিল বলে ডাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এর মধ্যেই এই শিশুকে কোরানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নতুন মা-বাবা।
প্রথম ভিডিয়োতে দেখা গেল বেবি কটে শুয়ে আছে তারিক। উপর থেকে ঝুলছে চাঁদ আর তারা। আর মোবাইলে বাজছে কোরানের একটি আয়াত। সানা ক্যাপশনে লিখলেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরানের সঙ্গে পরিচিতি করিয়ে দিয়েছি’। দ্বিতীয় ছবিতে দেখা গেল তারিক ধরে আছে বাবা সাইয়াদের একটি আঙুল। আরও পড়ুন: করে ফেলছেন ছোট ছোট কিছু ভুল! তাই রোজ গ্রিন টি পান করেও কমছে না আপনার ওজন
সানা খানের ছেলের পুরো নাম সইয়াদ তারিক জামিল। আর এই নাম সামনে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। কারণ অনেকেই দাবি তুলতে থাকেন, সানা ও আনাস সইয়াদের ছেলের নামের সঙ্গে মিল রয়েছেন পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জামিলের। যদিও প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন, ‘আমরা এমন একটি নাম চেয়েছিলাম যা ধার্মিকতা, ভদ্রতা, যত্ন এবং সততাকে নির্দেশ করে। জামিল মানে সৌন্দর্য আর তারিক মানে আনন্দদায়ক। সেই কারণেই এই নাম রাখা।’ তবে তা খুব একটা মনে ধরেনি নেটপাড়ার। আরও পড়ুন: জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ সৌম্যদীপই মনের মানুষ? ইনস্টায় প্রেম নিয়ে আভাস দিলেন অঙ্কিতা
সানা প্রথম লোকচক্ষুতে আসেন সলমন খানের বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস ৭ দিয়ে। সেখানে আমিশা পাটেলের ভাই অস্মিত পাটেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বারবার এসেছিল চর্চায়। সলমন খানের ‘জয় হো’ সিনেমাতেও অভিনয় করেন। তবে ২০২০ সালে মুফতি আনাস সইদকে বিয়ে করার আগে ১৫ বছরের দীর্ঘ কেরিয়ার ত্যাগ করেন। নিজের সিদ্ধান্ত নিয়ে জানান, অতীত জীবনে খ্যাতি, নাম অর্থ সব ছিল তাঁর কাছে। কোনও কিছুর কমতি ছিল না তাঁর কাছে। শুধু ছিল না শান্তি। এরপর ২০১৯ সালের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং অসুস্থতার কারণে ওই সময় তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। সানার কথায়, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’ আপাতত বুরখা-হিজাবে নিজেকে ঢেকেছেন।