স্যান্ডির বাড়িতে চুরি। এই নিয়ে ইতিমধ্যেই নরেন্দ্রপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের তীর তাঁরই সতীর্থের দিকে। খবর এক ইউটিউবার বেশ কয়েকদিন আগে তাঁর কাছে এসে সাহায্য চায়। বাড়ির আর্থিক অবস্থা ভালো নেই দেখে সাহায্য করার আশ্বাসও দেন স্যান্ডি। এখন অভিযোগ তাঁর ও তাঁর বান্ধবীর অনেক দামি জিনিস ও টাকা চুরি করে পালিয়ে গিয়েছেন ওই ইউটিউবার।
বিষ্ণুপদ নস্কর স্যন্ডির সঙ্গে কাজ করতেন আজকাল। এই ছেলেটির ইউটিউবে চ্যানেলও আছে বং ব্রিজ নামে। স্যান্ডির দাবি এক পরিচিতের মাধ্যমে যোগাযোগের পর ছেলেটি তাঁর সঙ্গে কোলাব করতে চায়। আর তিনিও সেই সময় অসহায় ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
স্যান্ডির কথানুসারে, ‘ও কাজ শিখতে চেয়েছিল। আমি এমনিতেই আমার এক বান্ধবীর সঙ্গে কাজ করি। ও টিমে এলে তাই অসুবিধেও ছিল না। আমিই বলেছিলাম বিনা বেতনে কাজ করাব না। মাসের শেষে বেতন হিসেবে কিছু টাকা দেব। ছেলেটিও রাজি হয়ে যায়।’
জানা যাচ্ছে, এরপরই নাকি নানা জিনিস হারিয়ে যেতে শুরু করে স্যান্ডির বাড়ি থেকে। ওই বান্ধবীর বাড়ি থেকেও একই অবস্থা। টাকার গরমিলও দেখা যায় এদিকে কাজের সূত্রে দুই বাড়িতেই অগাধ যাতায়াত বিষ্ণুপদ নস্করের। মনে মনে সন্দেহ হলেও তখনও গোটা ব্যাপারটায় রা কাটেননি। এরপর চুরি যায় স্যান্ডির আইপড। যা ট্র্যাক করে বিষ্ণুর বাড়ির সামনে পৌঁছন স্যান্ডি। চেপে ধরতেই চুরির কথা স্বীাকার করে নেয় সে। এমনকী,স স্যান্ডির সেই বান্ধবীর অ্যাকাউন্ড থেকে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে এই বিষ্ণুপদ বলে অভিযোগ। স্যান্ডির আর দাবি, ওই ঘটনার পর থেকেই বিষ্ণু পলাতক। বর্তমানে তাঁর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন তিনি।
সোশাল মিডিয়া স্টারের কথায়, ‘৫৬ হাজার টাকার হিসেব মিলছে না। তবে পুরোটাই প্রমাণসাপেক্ষ এখন। ভাবিনি বিশ্বাস করে এভাবে ঠকতে হবে। এখন সব জিনিস পয়ে গেলে বাঁচি’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)