ছোট পরদা চেনা মুখ তিয়াসা রায়। সোশ্যাল মিডিয়ায় নিজের নানা ধরনের ছবি দিয়ে থাকেন অভিনেত্রী। আর তা নিয়ে মাতামাতিও দেখা যায় অনুরাগীদের মধ্যে। সম্প্রতি নিজের দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। একটায় পরে আছে কালো রঙের লং ড্রেস ও আরেকটা ফোটোয় পরেছেন নীল রঙের রাফেল শাড়ি। ক্যাপশনে লিখেছেন, ‘হাসুন, জীবন কষ্টে থাকার জন্য খুবই ছোট’।
তবে এই নীল রঙের রাফেল শাড়ি নিয়েই যত সমস্যা। এই একই শাড়িতে নিজের ফোটোশ্যুটের ছবি দিনকয়েক আগে শেয়ার করেছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। আর তাই তিয়াশার ছবির তলায় গিয়ে কমেন্ট করতে দেখা গেল তাঁকে। নিজের ছবি পোস্ট করেই লিখলেন, ‘দিদি-ভাই খেলব না কিন্তু’!
আর স্যান্ডির ছবির তলায় মজার মজার কমেন্ট করতে দেখা গেল নেটপাড়াকে। অনেকেই প্রশ্ন তুললেন, ‘কে কাকে কপি করেছে’? কারও কারও তো দাবি তিয়াশার থেকেও এই শাড়িতে সুন্দর লাগছে স্যান্ডিকে। সাথে অবশ্য় স্যান্ডির উদ্দেশে ‘তুই ছেলে ভুলে যাস না’, ‘নাইটি বউদি’র মতো কমেন্ট পড়েছে।
_1643179380087.jpg)
আর স্যান্ডির ছবির তলায় মজার মজার কমেন্ট করতে দেখা গেল নেটপাড়াকে। অনেকেই প্রশ্ন তুললেন, ‘কে কাকে কপি করেছে’? কারও কারও তো দাবি তিয়াশার থেকেও এই শাড়িতে সুন্দর লাগছে স্যান্ডিকে। সাথে অবশ্য় স্যান্ডির উদ্দেশে ‘তুই ছেলে ভুলে যাস না’, ‘নাইটি বউদি’র মতো কমেন্ট পড়েছে। |#+|
সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কন্টেন্ট নিয়ে আসেন স্যান্ডি। যার বেশিরভাগই ভাইরাল হয়। দিন কয়েক আগে একটি ছেলেকে চুমু খেতেও দেখা গিয়েছিল তাঁকে সকলের সামনে। তার আগে কৃষ্ণ সেজে ভাইরাল হওয়া মেসেজ ‘হরে কৃষ্ণ ১১৭৬’-র ভিডিয়োও বানিয়েছিলেন তিনি। সেটা নিয়েও কম চর্চা হয়নি!