কিছুদিন আগেই অনুরাগীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল শাহরুখের দিকে, আর এবার সেই একই অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্ত। ঘটনাচক্রে দুটি ঘটনাই ঘটেছে বিমানবন্দরে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
সামনে প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের দেখলেই ক্যামেরাবন্দি করতে ছুটে যান অনুরাগীরা। এ ঘটনা নিত্যদিনের। শুক্রবার রাতে এমনটাই ঘটেছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যায়, এক অনুরাগী ক্রমাগত সঞ্জয় দত্তকে অনুসরণ করছিলেন, তাঁর পাশে পাশে হেঁটে পুরোটাই ভিডিয়োবন্দি করছিলেন। আর তাতেই কিছুটা বিরক্তির ছাপ ছিল অভিনেতা সঞ্জয় দত্তর চোখে মুখে। সেই অনুরাগীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন সঞ্জয়, তবে তারপরে ফের আরও একজন এসে সঞ্জয়কে অনুসরণ করতে শুরু করেন। তাঁকেও সরানোর চেষ্টা করতে থেকেন সঞ্জয়।
আরও পড়ুন-অমিতাভ নাকি ‘ক্লিনিক্যালি ডেড’! জয়াকে বলা হয়, 'প্রার্থনাই একমাত্র বাঁচাতে পারে'…
আরও পড়ুন-সেলফি তুলতে আসা ভক্তকে হাত দিয়ে ঠেলে দিলেন শাহরুখ! কিং খানের কীর্তিতে হাঁ সকলে
এই ভিডিয়োর নিচেই নেটপাড়ার কেউ কেউ লিখেছেন, ‘এদের যে কেন এত্ত অহংকার!…’। কিছুদিন আগে ঠিক একইভাবে 'ডাঙ্কি'র শ্যুটিং শেষে শাহরুখ মুম্বই ফেরার সময়ও একই ঘটনা ঘটেছিল। সেদিন প্রথমে বিমানবন্দরে সকলের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তেই বের হচ্ছিলেন শাহরুখ, সামনে এক অনুরাগী ফোন নিয়ে ছবি তুলতে এলে তাঁকে হাত দিয়ে ধাক্কা মারেন কিং খান। যা নিয়ে কিছু কম চর্চা হয়নি। যদিও শাহরুখকে সচারাচর অনুরাগীদের সঙ্গে এমন এমন ব্যবহার করতে দেখা যায়না বলেই মত প্রকাশ করেছিলেন কেউ কেউ। আবার কয়েকদিন আগে এক অনুরাগী করিনা কাপুরের সঙ্গে সেলফি তুলতে এলে তাঁকে এড়িয়ে যান করিনা, তা নিয়েও কিছু কম সমালোচনা হয়নি।
তবে এরই মাঝে কিছুটা অন্য উদাহরণ তৈরি করেছিলেন সলমন খান। বিমানবন্দরে আসা এক ক্ষুদে অনুরাগীর সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন তিনি। যা দেখে মন ভরেছিল নেটপাড়ার।