এখনই বাইজু বাওরা ছবিটা নিয়ে আসছেন না সঞ্জয় লীলা বনশালি। বরং সেই ছবির কাজ স্থগিত রেখেছেন আপাতত। তার বদলে তিনি একটি অন্য ছবি আনছেন যেখানে বলিউডের নতুন প্রজন্মের একাধিক তারকাকে দেখা যাবে।
বাইজু বাওরার কাজ স্থগিত রাখলেন সঞ্জয় লীলা বনশালি
ইটাইমসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে যে সঞ্জয় লীলা বনশালি এখন বাইজু বাওরা ছবিটিকে তুলে রেখেছেন পরবর্তী সময়ের জন্য। পরিবর্তে এমন একটি ছবি আনছেন যেখানে এই প্রজন্মের একাধিক নামী মুখকে দেখা যাবে। একই সঙ্গে জানা গিয়েছে এই ছবিতে নাকি আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকারাও থাকবেন। থাকবেন আরও অনেকেই। তবে বর্তমানে সঞ্জয় লীলা বনশালি তাঁর ম্যাগনাম ওপাস হীরামান্ডির কাজে ব্যস্ত আছেন। এই ছবিটির কাজ শেষ হওয়ার পর তিনি নতুন প্রজেক্টে হাত দেবেন।
আরও পড়ুন: 'এত কেন ভাবেন?' ফাইটারের ট্রেলারের বিরোধিতা করে সরব পাক তারকারা, সপাটে জবাব দিয়ে কী বললেন পরিচালক?
ইনশাআল্লাহয় সলমনের বদলে শাহরুখ?
এছাড়াও একটি রিপোর্টে কিছুদিন আগে জানানো হয়েছিল সঞ্জয় লীলা বনশালি নাকি তাঁর থেমে থাকা কাজ ইনশাআল্লাহ শুরু করতে চলেছেন। তবে সেখানে সলমন খান নন, বরং শাহরুখ খানকে দেখা যাবে। এটি একটি হালকা রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি হতে চলেছে বলেও জানানো হয় অর্থাৎ যা কিনা সঞ্জয় লীলা বনশালির চেনা পরিচিত ছবিগুলোর থেকে বেশ আলাদা।
পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে সঞ্জয় লীলা বনশালি নাকি লাগাতার শাহরুখ খানের সঙ্গে মিটিং করে চলেছেন গত কয়েক মাস ধরে, উদ্দেশ্যে একটাই কিং খানের ইমেজের সঙ্গে খাপ খায় এমন একটা গল্প এবং চরিত্র তৈরি করা। শাহরুখ নিজেও সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।