বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara Ali Khan: 'অভিনয়ের থেকে বেশি নিজের প্রতি মনোযোগ টানতেই ব্যস্ত ছিলাম', অকপট সারা আলি খান

Sara Ali Khan: 'অভিনয়ের থেকে বেশি নিজের প্রতি মনোযোগ টানতেই ব্যস্ত ছিলাম', অকপট সারা আলি খান

সারা আলি খান

সারা আলি খান বলেন, 'মনে হয়েছিল, লোকজন আমায় পছন্দ করছেন, কিন্তু আমি ভুল ছিলাম।’ সারার কথায়, 'লাভ আজ কাল'-এর ব্যর্থতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে, এখন আর তিনি হওয়ায় ওড়েন না। এখন তিনি নিজেকে আয়নায় দেখেন, ভুল সংশোধন করার চেষ্টা করেন।

আপাতত আগামী ছবি 'গ্যাসলাইট'-এর প্রচারে ব্যস্ত সারা আলি খান। নতুন ছবির প্রচারে নিজের পুরনো অভ্যাস সহ নানান বিষয় নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন সারা। সইফ কন্যা স্বীকার করে নেন, তাঁর ২০২০ সালে ছবিগুলি সেঅর্থে বিশেষ ভালো ছিল না। সারার কথায়, ‘কুলি নম্বর ১’ ও 'লাভ আজকাল' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর তাঁর অবশ্যই আত্মবিশ্লেষণের প্রয়োজন ছিল।

২০০৯ সালে দীপিকা পাড়ুকোনের বিপরীতে 'লাভ আজকাল' ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান। এরপর ২০২০তে ফের বাবার জুতোয় পা গলিয়ে ইমতিয়াজ আলির পরিচালনায় নতুন করে 'লাভ আজকাল'-এ অভিনয় করে সারা। সঙ্গী ছিলেন কার্তিক আরিয়ান। নতুন ছবিতেও অবশ্য সময়ের দ্বারা পৃথক হওয়া প্রেমিকদের দুটি আলাদা সেট দেখানো হয়। এই ছবির ব্যর্থতা প্রসঙ্গে সারা স্বীকার করে নেন, তাঁর অভিনয় ‘ভয়াবহ’ ছিল। সারার কথায়, ‘এমন অনেক বিষয় রয়েছে, যা তাঁর ব্যর্থতার কারণ, যেটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে। কিন্তু তখন কী করেছি, সেটা বুঝে উঠতে পারিনি।’

আরও পড়ুন-‘পুরুষ বলতে পারেন, নারী বললেই ছিঃ ছিঃ’, সুমন প্রসঙ্গ তসলিমাকে সমর্থন শ্রীলেখার

আরও পড়ুন-'ভবিষ্যতে শুধু গানকে পেশা করা কঠিন! ইউটিউবে তো শুধু 'ভিউ'-এর উপর গানের বিচার হয়', বলছেন জয়তী চক্রবর্তী

<p>সারা আলি খান</p>

সারা আলি খান

সাক্ষাৎকারে অকপট সারা আলি খান বলেন, ‘আমি স্বীকার করে নিচ্ছি, আমি নিজের প্রতি মানুষজনের মনোযোগ টানার চেষ্টা করেছি। আমার মনে হয়েছিল, লোকজন আমায় পছন্দ করছেন, কিন্তু আমি ভুল ছিলাম।’ সারার কথায়, 'লাভ আজ কাল'-এর ব্যর্থতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে, এখন আর তিনি হওয়ায় ওড়েন না। এখন তিনি নিজেকে আয়নায় দেখেন, ভুল সংশোধন করার চেষ্টা করেন, তবে আবার নিজের প্রতি কঠোর হবেন না বলেও ঠিক করেছেন। সারার কথায়, ‘লাভ আজ কালের পর নিজেকে ক্ষমা করে দিয়েছি, যাতে আরও ভালো কাজ করতে পারি।’

পবন কৃপালানির গ্যাসলাইটে, চিত্রাঙ্গদা সিং এবং বিক্রান্ত ম্যাসির পাশাপাশি সারাও অভিনয় করেছেন। এই ছবিতে হুইলচেয়ারে বসে থাকা এক যুবতীর চরিত্রে অভিনয় করেছেন সারা। যিনি তাঁর নিখোঁজ বাবার খোঁজ করতে থাকেন এবং সন্দেহ করে যে তার সৎ মা (চিত্রাঙ্গদা) এবং অন্যরা বাবার ক্ষতি করেছে। প্রসঙ্গত আগামী ৩১ মার্চ ডিজনি + হটস্টারে মুক্তি পাবে গ্যাসলাইট।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন