২০০৭ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি, ‘লাইফ ইন এ মেট্রো’। পরিচালকের আসনে ছিলেন অনুরাগ বসু। মুম্বইতে থাকেন, কাজ করেন এমন নয়টি মানুষের জীবনের ঘটনা ধরা পড়েছিল এই ছবিতে। ছবি তো বটেই এই ছবির প্রতিটি গান হিট করেছিল। দর্শকের কাছ থেকে দারুন সাড়া পেয়েছিল সেই ছবি। এবার সেই ছবির সিক্যুয়েল হিসেবে আসছে ‘মেট্রো... ইন দিনো’। অনুরাগ বসুর আসন্ন ছবিতে অভিনয় করছেন অভিনেতা সারা আলি খান এবং আদিত্য রয় কাপুর।
অনুরাগ বসুর পরিচালনায় ‘মেট্রো ইন দিনো’ ছবির জন্য সারা আলি খান এবং আদিত্য রয় কাপুর সদ্য দিল্লি এনসিআরে শ্যুটিং করেছেন। হিন্দুস্তান টাইমসকে এক সূত্র প্রকাশ করেছে সারা এবং আদিত্য গত তিন দিন ধরে দিল্লির বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং করেছে। সূত্র জানিয়েছে, ‘সারা এবং আদিত্য উভয়েরই রোম্যান্টিক দৃশ্য ছিল যেগুলি দিল্লির নির্দিষ্ট স্থানে শ্যুট করতে হয়েছিল। সমস্ত দৃশ্য দিনের বেলায় শ্যুট করা হয়েছিল এবং অভিনেতারা রাতে রাজধানী ঘুরে দেখেন’। আরও পড়ুন: এথনিক আউটফিটে নো মেকআপ লুকে আলিয়া, কীসের জন্য তৈরি হচ্ছেন নায়িকা
সূত্র আরও জানিয়েছে, ‘কনট প্লেস, মান্ডি হাউস, হাউজ খাস-এ শ্যুট করা হয়েছে। এবং শেষ দিন গুরুগ্রামের মেট্রোতে শ্যুটিংয়ের পর প্যাক আপ করা হয়েছে’। আরও যোগ করা হয়েছে, ‘দিল্লি এনসিআর-এ মাত্র ৩-৪ দিনের শ্যুটিং ছিল। শ্যুটিং শেষ করেই মুম্বই ফিরে যাওয়ার পালা তাঁদের, এরপর শুরু হবে পরবর্তী শিডিউলের শ্যুটিং’। আরও পড়ুন: শাহরুখের জওয়ান অভিনেত্রী প্রিয়মণি কিনলেন মার্সিডিজ-বেঞ্জ, দাম শুনলে চমকে উঠবেন
ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন অনুরাগ বসু। তাঁর সঙ্গে এই ছবিতে প্রথম ভাগের একাধিক অভিনেতাকে দেখা যাবে। তাঁদের সঙ্গে থাকবে নতুন কিছু মুখও। মেট্রো ইন দিনো ছবিতে আদিত্য রয় কাপুর, কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্ত, আলি ফজল, ফতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠী, অনুপম খের, সারা আলি খানকে দেখা যাবে। লাইফ ইন এ মেট্রো ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল ইরফান খান, কেকে মেনন, সাইনি আহুজা, কঙ্কনা সেনশর্মা, শিল্পা শেট্টি, কঙ্গনা রানাওয়াত প্রমুখকে।
এই ছবিটির প্রযোজনা করেছে টি সিরিজ এবং অনুরাগ বসু প্রোডাকশন। এই ছবিতে প্রথমবার সারা আলি খানকে অনুরাগ বসুর সঙ্গে কাজ করতে দেখা যাবে। প্রথমবার জুটি বাঁধবেন আদিত্য রয় কাপুর এবং সারা। নতুন প্রজন্মের প্রেম কাহিনী দেখা যাবে এখানে। মেট্রো ইন দিনোর সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন প্রীতম।