কার্তিক আরিয়ানকে তাঁর ভালো লাগে। একথা কেরিয়ার শুরু আগেই ‘কফি উইথ করণ’এ এসে বলেছিলেন সারা আলি খান। তারপর কেরিয়ার শুরুর পর কার্তিকের সঙ্গে জুটিও বাঁধেন সারা। ইমতিয়াজ আলির 'লভ আজ কাল' ছবিতে দেখা গিয়েছিল সারা-কার্তিককে। ছবির শ্যুটিং ও প্রচারে নেমে একে অপরের প্রেমে পড়েন সারা-কার্তিক। দুজনেই সেই প্রেমের কথা আলাদা করে যেমন বলেননি, তেমনই লুকিয়েও রাখেননি। যদিও সেই প্রেম বেশিদিন টেকেনি, ভেঙে যায়।
এদিকে সাম্প্রতিক ‘কফি উইথ করণ’-এর সিজনে কার্তিকের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম নিয়ে ফের কথা বলেছেন সইফ কন্যা। কার্তিকের দোষ-গুণ, অন্য প্রেমে জড়ানো সহ নানান বিষয়ে কথা বলেন সারা। এমনকি জানিয়েছিলেন ভেঙে যাওয়া প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব রাখাটা খুব একটা সহজ নয়। যদিও প্রকাশ্যে সারার এমন মন্তব্যে বিশেষ খুশি হননি কার্তিক। নিজের সেই অখুশি হওয়ার কথাও তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাম্প্রতিক ভিডিয়োতে নতুন করে সারা-কার্তিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু কী আছে সেই ভাইরাল ভিডিয়োতে?
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যোগ দিতে গুজরাটের গান্ধীনগরে গিয়েছিলেন বলি সেলেবরা। সেখান থেকেই করিনা, করিশ্মা, সারাকে একসঙ্গেই ফিরতে দেখা যায়। সারার সঙ্গে, ঠিক তাঁর পিছনেই ছিলেন কার্তিক আরিয়ান। গাড়িতে ওঠার সময় করিনা-করিশ্মার সামনেই কার্তিকের উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দেন সারা। পাল্টা কার্তিক সারাকে জড়িয়ে সৌজন্য বিনিময় করেন। সেই সঙ্গে করিনা, করিশ্মার সঙ্গেও সৌজন্য বিনিময় করেন কার্তিক। যদিও মুম্বই বিমানবন্দরে নেমে তাঁদের পথ আলাদা হয়ে যায়।
আর এই ভিডিয়ো ঘিরেই প্রশ্ন উঠেছে ফের কি সারা-কার্তিকের প্রেম জোড়া লাগছে? নাকি নেহাতই এটা বন্ধুত্ব, সৌজন্য বিনিময়। এদিকে সম্প্রতি সারা বলেছিলেন, ‘যখন দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তা নিয়ে তৃতীয় ব্যক্তির কথা না বলাই ভালো। আমি যখন কারোর সঙ্গে সম্পর্কে রয়েছি, তখন এটা ভাবি না যে এই সম্পর্কটা কখনও শেষ হয়ে যাবে। একটা সম্পর্কের পরিণতি যাই হোক না কেন, সেই সম্পর্কে শ্রদ্ধা রাখা উচিত।’