এই তো কয়েকদিন আগেই তিনি মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করেছেন। এরই মাঝে আরবাজ খানের তৃতীয় বিয়ের জল্পনা ছড়িয়ে পড়েছে। আর এই জল্পনা ছড়িয়েছে খোদ আরবাজের কথাতেই। Bigg Boss-এর ফাইনালে নিজেই তৃতীয় বিয়ের কথা বলেন আরবাজ খান। বিশ্বাস হচ্ছে না তো? তবে এটাই সত্যি।
Bigg Boss-17র ফাইনালে সলমন খানের সঙ্গে হাজির ছিলেন তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল। আর থাকবেন নাই বা কেন! বিগ বসের শেষ সিজনে 'উইকেন্ড কা ভার পর্বে' নিয়মিত থাকতেন আরবাজ ও সোহেল। আর তাই ফাইনালেও তাঁরা আমন্ত্রিত হবেন, সেটাই স্বাভাবিক। এদিকে বিগ বস ফাইনালের মঞ্চে আরবাজকে স্বাগত জানাতে একটি বিয়ের গান বাজানো হয়। আর সেটা শুনে আরবাজ বলেন, 'আপনারা এমন করছেন যেন আমিই প্রথম বিয়ে করেছি!'
আরবাজের কথা প্রসঙ্গে মজা করে কমেডিয়ান ভারতী সিং সরাসরি তাঁকেই প্রশ্ন করেন, ‘আমি কেন বিয়েতে নিমন্ত্রণ পাইনি?’ এর উত্তরে আরবাজও মজা করে বলেন, ‘আমার পরবর্তী বিয়ে অতিথি তালিকায় আপনি অবশ্যই থাকবেন।’ আর আরবাজের মজা করে বলা এই মন্তব্যের পরই তাঁর তৃতীয় বিয়ের জল্পনা ছড়িয়ে পড়ে।
এদিকে ভারতী ‘ভাইজান’ সলমনকেও আরবাজের দ্বিতীয় বিবাহের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জিগ্গেস করেন? ভারতী প্রশ্ন করেন, যখন আরবাজ তাকে বলেছিলেন যে তিনি ফের বিয়ে করতে চান, তখন বড় ভাই হিসাবে সলমন তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন?
ভারতীর কথায় সলমনও মজা করে তখন বলেন, ‘ইয়ে সুন্তে নাহি হ্যায় মেরি, আগর সুন্তে হতে তো...(ও আমার কথা শোনে না, যদি শুনতো তো...)’। নাহ এর পরের কথাটা আর সলমন বলেননি। তবে সল্লুর এই অসম্পূর্ণ কথাটাই যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ছিল। এদিকে আরবাজ খান সম্প্রতি খান পরিবারের সঙ্গে তাঁর স্ত্রী সুরা খানের ৩১তম জন্মদিনও সেলিব্রেট করেন, সেখানে হাজির ছিলেন খোদ ভাইজান সলমন।
অন্যদিকে ওইদিন ভারতী সলমনকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করেন। উত্তরে সলমন ফের মজা করে বলেন, ‘নহি আব তু চালি গই আব ম্যায় লাইফ মে কাভি শাদি নেহি করুঙ্গা। (না, এখন তুমি যখন চলে গেলে, আমি আর কখনোই বিয়ে করব না)।’ ঠিক তখন ভারতী বলেন, ‘ম্যায় ওয়াপাস আ শক্তি হুন স্যার (আমি ফিরে আসতে পারি)’