বাংলা নিউজ > বায়োস্কোপ > Ae Watan Mere Watan: মার্চে OTT-তে মুক্তি পাচ্ছে সারার ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান', কোথায় আর কীভাবে দেখবেন

Ae Watan Mere Watan: মার্চে OTT-তে মুক্তি পাচ্ছে সারার ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান', কোথায় আর কীভাবে দেখবেন

বীর মুক্তি যোদ্ধার চরিত্রে সারা আলি খান

Ae Watan Mere Watan Release Date: কন্নন আইয়ার পরিচালিত ছবিতে একজন বীর মুক্তি যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই থ্রিলার-ড্রামা। ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনি।

এবার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনেত্রী সারা আলি খান। ছবির নাম ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান'। একটি পিরিয়ড ড্রামা ঘরানার ছবি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখ।

কন্নন আইয়ার পরিচালিত ছবিতে সারা একজন বীর মুক্তি যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই থ্রিলার-ড্রামা। ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনি। যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ ওয়ার্ল্ড রেডিয়ো ডে-তে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ছবি মুক্তির তারিখ ৷ আগামী ২১ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দর্শক দেখতে পাবে এই সিরিজ। আরও পড়ুন: বিখ্যাত পরিচালকের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিলেন চোরেরা, ক্ষমা চেয়ে লিখেছেন চিঠিও

এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে। ছবির গল্পে উঠে আসবে এক কলেজ ছাত্রীর জীবনের গল্প। কলেজে পড়াকালীন সে কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সাধারণ এক কলেজ পড়ুয়া থেকে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে সেই গল্পই এখানে দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট হচ্ছে ১৯৪২ সাল। অর্থাৎ যখন গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে উত্তাল সেই সময়। সারার চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হবে সাহসিকতা, দেশাত্মবোধ এবং ত্যাগের গল্প। স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান।

ভারতের যুবকদের সাহস, দেশপ্রেম, ত্যাগ এবং দৃঢ়চেতা মানসিকতার গল্প বলে। ছবির কাহিনি লিখেছেন দারাব ফারুকি এবং কান্নন আইয়ার। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্মাটিক প্রোডাকশন।

উল্লেখ্য, ছবির শ্যুটিংয়ের শেষ হওয়ার কথা ঘোষণা করে সারা তাঁর ইনস্টাগ্রামে মহাত্মা গান্ধীর একটি বাণী লেখেন, 'এমন ভাবে বাঁচো যেন এটাই তোমার শেষদিন। এমন ভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে।' তারপর তিনি লেখেন, ‘ধন্যবাদ কন্নন স্যার আমায় এই চরিত্রটির জন্য বাছার জন্য। এই চরিত্র যেন শক্তি, সম্ভ্রম এবং প্যাশনের আদর্শ মিশেল। এই ছবি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে। জয় ভোলানাথ’।

এই ছবির অংশ হওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রেস বিবৃতিতে সারা জানিয়েছিলেন, 'আমি খুবই উত্তেজিত এবং সম্মানিত যে প্রাইম ভিডিয়ো এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট আমাকে এমন একটি ছবির অংশ হওয়ার সুযোগ করে গিয়েছে। একজন অভিনেত্রী হিসাবে, এবং আরও গুরুত্বপূর্ণভাবে একজন ভারতীয় হিসাবে আমি গর্বিত যে আমি এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছি যা সাহস, শক্তি এবং সাহসের প্রতিধ্বনি করে'।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.