গত ৩ জুলাই, সারেগামাপা ২০২৩-এর রানার্স আপ অ্যালবার্ট কাবোর জীবনে ঘটে যায় বেদনাদায়ক ঘটনা। ওইদিনই একমাত্র, সাড়ে ৮ মাসের মেয়ে এভিলিনকে হারিয়েছেন অ্যালবার্ট ও পূজা। তারপর থেকে এভিলিনের স্মৃতি বুকে নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়েই কাটছে গায়ক ও তাঁর পরিবারের। তবে সময় বয়ে যায়, থেমে থাকে না। তাই জীবনের পথে এগিয়ে যেতেই যে হয়। আর তাই হয়ত অ্যালবার্টও মেয়ের স্মৃতি বুকে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৪ জুলাই মেয়ের মৃত্যুর কথা জানানোর পর আজ, ৯ জুলাই ফেসবুকে প্রথম পোস্ট করলেন অ্যালবার্ট। কী আছে সেই পোস্টে? কাবোর এই পোস্টে স্পষ্ট, তিনি আবারও গানের দুনিয়ায় ফিরছেন। গানে গানে সুন্দর একটা সন্ধে কাটানোর জন্য বুকিং করা যেতে পারে কাবো এবং কোম্পানিকে, অর্থাৎ টিম কাবোকে। সেকথা জানিয়েই ফোন নম্বর সহ একটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী অ্যালবার্ট কাবো। তাঁর এই পোস্টের নিচেও বহু অনুরাগী তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমরা সবসময় তোমার পাশে আছি ভাই, শক্ত হও। ঈশ্বর আশীর্বাদ করবেন।’ কেউ লিখেছেন, ‘আমরা সবসময়ই তোমার সঙ্গে আছি, ভালো দিন নিশ্চয় আসবে।’ কারোর বার্তা, ‘সঙ্গে আছি, কাজে ফেরো।’ কারোর মন্তব্য, ‘ঈশ্বর আপনাকে শক্তি দিন।’
আরও পড়ুন-ছোট্ট এভিলিন আর নেই! ৮ মাসের মেয়েকে হারিয়ে বিপর্যস্ত অ্যালবার্ট ও তাঁর স্ত্রী
আরও পড়ুন-ছোট্ট এভিলিন আর নেই, এই তো সেদিন সারেগেমাপা-র মঞ্চে নবজাতক মেয়ের সঙ্গে আলাপ করান কাবো
আরও পড়ুন-'৪ দিন হল ওকে হারিয়েছি, ওর হার্টের…', মেয়ের কথা বলতেই গলা ধরে এল অ্যালবার্ট কাবোর স্ত্রীর
এই একই ফেসবুকের পাতাতেই গত ৪ জুলাই কাবো এভিলিনকে হারানোর কথা জানিয়েছিলেন। লিখেছিলেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। আমাদের জীবনে এসে সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো তুমি। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো। আর আমাদের পথ দেখিও। ওপারে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’
আকষ্মিক এমন খবরে বাকরুদ্ধ হয়েছিলেন অ্যালবার্ট কাবোর বহু অনুরাগী। এমন পোস্টে চোখ ভিজেছিল নেটপাড়ার বহু বাসিন্দার। এরপর গত ৭ জুলাই অ্যালবার্ট কাবোর স্ত্রী পূজা হিন্দুস্তান টাইমসকে জানান, ‘আমার মেয়ের হার্টের সমস্যা ছিল। শুধু হার্টেই নয়, আরও বেশকিছু শারীরিক সমস্যা ছিল। চেষ্টা করেছি সুস্থ করার কিন্তু পারলাম না। ৪দিন হল ও আর নেই। সোমবার সৎকার পরবর্তী ওর কিছু আচার-অনুষ্ঠান রয়েছে।’
প্রসঙ্গত, ২০২২-এর অক্টোবরে জন্ম হয়েছিল এভিলিন লেপচার। এই মুহূর্তে তার বয়স ছিল প্রায় সাড়ে ৮ মাস। জীবনের ১বছর পার হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হল ছোট্ট এভিলিনকে।