মেয়ে এভিলিন আর নেই। একথা এখনও যেন বিশ্বাস করে উঠতে পারছে না অ্যালবার্ট কাবোর পরিবার। শোকে বিপর্যস্ত সারেগামাপা-খ্যাত গায়ক অ্যালবার্ট ও তাঁর স্ত্রী পূজা। মেয়ে অসুস্থ, কলকাতার এক নামী হাসপাতালে তাঁর চিকিৎসার চলছে একথা আগেই জানিয়েছিলেন কাবো। তবে শেষরক্ষা হয়নি। বাঁচাতে পারেননি মেয়েকে।
কিন্তু কী সমস্যা ছিল সাড়ে ৮ মাসে শিশুকন্যাটির?
এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অ্যালবার্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরলেন তাঁর স্ত্রী পূজা। ধরা গলায় জানালেন ‘আমার মেয়ের হার্টের সমস্যা ছিল। শুধু হার্টেই নয়, আরও বেশকিছু শারীরিক সমস্যা ছিল। চেষ্টা করেছি সুস্থ করার কিন্তু পারলাম না। ৪দিন হল ও আর নেই। সোমবার সৎকার পরবর্তী ওর কিছু আচার-অনুষ্ঠান রয়েছে।’
আরও পড়ুন-'শাহরুখ কুৎসিত, অভিনয়টাও জানেন না, শুধু নিজেকে ভালোকরে বেচতে জানেন', মত পাক অভিনেত্রীর
আরও পড়ুন-ছোট্ট এভিলিন আর নেই, এই তো সেদিন সারেগেমাপা-র মঞ্চে নবজাতক মেয়ের সঙ্গে আলাপ করান কাবো
এদিকে এখনও অ্যালবার্টের স্ত্রী পূজার ফেসবুকের ডিপিতেও এখনো জ্বলজ্বল করছে অ্যালবার্ট ও মেয়ে এভিলিনের সঙ্গে ছবি। একই ছবি রয়েছে কাবোর ফেসবুকের কভার ফটোতে। গত গত ৪ জুলাই, মেয়ে এভিলিনের সঙ্গে নিজের হাসিখুশি ছবি দিয়ে অ্যালবার্ট লেখেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো তুমি। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো। আর আমাদের পথ দেখিও। ওপারে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’ প্রসঙ্গত ৩ জুলাই-এ এভিলিনকে হারিয়েছিলেন অ্যালবার্ট ও পূজা।
জানা যাচ্ছে, ২০২২-এর অক্টোবরে জন্ম হয়েছিল এভিলিন লেপচার। এই মুহূর্তে তার বয়স ছিল প্রায় সাড়ে ৮ মাস। এই পৃথিবীতে জীবনের ১বছর পার হওয়ার আগেই বিদায় নিতে হল তাকে।