বাংলা নিউজ > বায়োস্কোপ > Albert Kaboo: কাবোর কোলে সদ্যোজাত মেয়ে, সদ্য চলে যাওয়া এভিলিনের উজ্জ্বল ছবি দেখে চোখে জল নেটপাড়ার

Albert Kaboo: কাবোর কোলে সদ্যোজাত মেয়ে, সদ্য চলে যাওয়া এভিলিনের উজ্জ্বল ছবি দেখে চোখে জল নেটপাড়ার

মেয়ের সঙ্গে অ্যালবার্ট কাবো

অ্যালবার্টের সেই পোস্টের নিচে শুভেচ্ছায় ভরিয়েছিলেন তাঁর অনুরাগী, ও আত্মীয়-স্বজন এবং বন্ধুরা। কেউ আবার লিখেছিলেন, 'ঈশ্বর এই ছোট্ট প্রাণটিকে রক্ষা করুন'। কিন্তু নাহ, সেটা আর সম্ভব হল না। অকালেই চলে গেল সঙ্গীত শিল্পী অ্যালবার্ট কাবোর সাড়ে ৮ মাসের ছোট্ট শিশু কন্যা। 

হঠাৎই যেন সবকিছু বদলে গেল। এই তো সেদিন অ্যালবার্ট ও পূজার কোল আলো করে এসেছিল ছোট্ট এভিলিন। সারেগামাপা-২০২৩-এর রানার্স আপ অ্যালবার্টের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় সেই ছবি। হাসপাতালে কাপড়ে জড়ানো সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছেন অ্যালবার্ট। যাঁর ক্য়াপশানে লেখা, 'My little princess' (আমার ছোট্ট রাজকন্যা)।

অ্যালবার্টের সেই পোস্টের নিচে শুভেচ্ছায় ভরিয়েছিলেন তাঁর অনুরাগী, ও আত্মীয়-স্বজন এবং বন্ধুরা। কেউ আবার লিখেছিলেন, 'ঈশ্বর এই ছোট্ট প্রাণটিকে রক্ষা করুন'। কিন্তু নাহ, সেটা আর সম্ভব হল না। অকালেই চলে গেল সঙ্গীত শিল্পী অ্যালবার্ট কাবোর সাড়ে ৮ মাসের ছোট্ট শিশু কন্যা। তাঁর অকালে চলে যাওয়ার খবর অ্যালবার্ট নিজেই সকলকে জানিয়েছেন।

আরও পড়ুন-ছোট্ট এভিলিন আর নেই, এই তো সেদিন সারেগেমাপা-র মঞ্চে নবজাতক মেয়ের সঙ্গে আলাপ করান কাবো

আরও পড়ুন-'৪ দিন হল ওকে হারিয়েছি, ওর হার্টের…', মেয়ের কথা বলতেই গলা ধরে এল অ্যালবার্ট কাবোর স্ত্রীর

গত গত ৪ জুলাই, মেয়ে এভিলিনের সঙ্গে নিজের হাসিখুশি ছবি দিয়ে অ্যালবার্ট লেখেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো তুমি। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো। আর আমাদের পথ দেখিও। ওপারে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’ অ্যালবার্টের এমন পোস্ট যেন কিছুতে বিশ্বাসযোগ্য হচ্ছে না তাঁর অনুরাগীদের কাছে। এদিকে এখনও কাবোর ফেসবুকের কভার ফটোতে রয়েছে স্ত্রী পূজা ছেত্রী ও মেয়ের সঙ্গে ছবি। সেদিন মেয়েকে কোলে নিয়েই ছবি তুলেছিলেন অ্যালবার্ট। তবে আজ সেসব শুধুই স্মৃতি।

একইভাবে অ্যালবার্টের স্ত্রী পূজার ফেসবুকের ডিপিতেও রয়েছে এই ছবিটি। অ্যালবার্টের বোন আলবিনা লেপচার ফেসবুকেও ভাইঝিকে কোলে নিয়ে গোটা পরিবারের একটি ছবি রয়েছে। তবে এসবই এখন শুধুই স্মৃতি। সৈনিক দে-নামে আরও এক সঙ্গীতশিল্পীর ফেসবুকে উঠে এসেছে ছোট্ট এভিলিন লেপচার হাসিখুশি ছবি। যার ক্যাপশানে লেখেন, ‘আমাদের কোম্পানির সর্বকনিষ্ঠ সদস্যকে হারিয়েছি।আমরা কি আবারও চ্যাম্পিয়নের সঙ্গে আবারও অন্য প্রান্তে দেখা করতে পারি …চিরকালীন ভালবাসা রইল এবং শান্তিতে থাকো....ইভলিন লেপচা।’

এর আগে এক সাক্ষাৎকারে অ্যালবার্ট জানিয়েছিলেন, কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন মেয়ের। তবে সব প্রচেষ্টাই ব্যর্থ। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.