২১ ডিসেম্বর মুক্তি পেল রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি। মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের প্রসংশা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চা চলছে ডাঙ্কি নিয়ে। এমনকি বহু বলিউড তারকারাও তুমুল প্রসংশা করেছেন এই ছবির। অন্যদিকে শান সেখানে দাঁড়িয়ে অন্য কিছুই লিখলেন। গায়ক এই ছবির জন্য একটি গান গেয়েছিলেন যেটিকে শেষ পর্যন্ত আর এই ছবিতে রাখা হয়নি। কিন্তু কেন, সেটারই কারণ প্রকাশ্যে আনলেন শান।
ডাঙ্কিতে নেই শানের গান, কেন?
২১ ডিসেম্বর শান তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন যে কেন ডাঙ্কি ছবিতে তাঁর গাওয়া গানটি নেই। তিনি রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি দেখে এসে কলম ধরলেন।
আরও পড়ুন: পাঠান-জওয়ানের থেকে কম! মাত্র ৩০ কোটি দিয়েই বক্স অফিসে খাতা খুলল শাহরুখের ডাঙ্কি
ডাঙ্কি ছবির জন্য শান দূর কহি দূর নামক একটি গান গেয়েছিলেন। কিন্তু সেই গানটিকে শেষ পর্যন্ত আর ছবিতে ব্যবহার করা হয়নি। সেই বিষয়ে এদিন শান লেখেন, 'সুপ্রভাত। আজ ডাঙ্কি দিবস। আমি দারুণ উচ্ছ্বসিত। ছবিটি দেখার জন্য আমার আর তর সইছে না। আমি নিশ্চিত যে সবার এই ছবিটি ভালো লাগবে। তবে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে কেন আমার গাওয়া গানটি আর এই ছবির অংশ নয়। দূর কহি দূর একটি সুন্দর ডুয়েট গান ছিল আমার আর শ্রেয়ার (শ্রেয়া ঘোষাল)। কাশ্মীরে শুট করা হয়েছিল গানটির। কিন্তু শেষ পর্যন্ত এডিট করার সময় পরিচালক রাজকুমার হিরানি গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। উনি আমার বিষয়ে খুবই ট্রান্সপারেন্ট ছিলেন, আমি সেটার প্রসংশা করি। ওঁর ভাবনাটা বুঝিও কারণ ছবির ওঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে হয়তো আগামী কোনও প্রজেক্টে আপনারা গানটি শুনতে পারবেন।'
ডাঙ্কি প্রসঙ্গে
রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুক্তি পেল অবশেষে, শাহরুখ খান অভিনীত তৃতীয় ছবি এটি যা এই বছর মুক্তি পেল। এখানে শাহরুখ খান ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার প্রমুখ। ডাঙ্কি ছবিতে হার্ডি সিং এবং তাঁর বন্ধুদের গল্প বলা হয়েছে যাঁরা বিদেশে গিয়ে নিজেদের ভবিষৎ গড়তে চায়। কিন্তু ইংরেজি না জানার কারণে ভিসা পান না। এদিকে তাঁরা লন্ডনে যেতে বদ্ধপরিকর। কী করবে এই সময় ভেবে না পেয়ে তাঁরা ডঙ্কি পদ্ধতিতে পাড়ি দেন লন্ডনের উদ্দেশ্যে। তারপর কী হয় সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।