পাঠান এবং জওয়ান ছবির পর আরও একবার ধুন্ধুমার অ্যাকশন ছবি নিয়ে আসছেন শাহরুখ খান! তাঁর আগামী ছবি ডাঙ্কি মুক্তি পাওয়ার আগেই তাঁর নতুন কাজের কথা প্রকাশ্যে এল। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী শাহরুখ খানকে আগামীতে সুজয় ঘোষের ছবিতে দেখা যাবে। তাঁরা নিশ্চিত করে এই খবর জানানোর পাশাপাশি আরও একটি দুর্দান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী এই ছবিতে শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানকেও দেখা যাবে।
শাহরুখ খান অভিনীত পাঠান এবং জওয়ান এই বছর মুক্তি পেয়েছে আর দুটি ছবিই ব্লকব্লাস্টার হিট করেছে, সমস্ত রেকর্ড ভেঙেছে। এবার আসছে তাঁর নতুন ছবি ডাঙ্কি। এটি শীতের ছুটিতে মুক্তি পাবে। তাঁর এই ছবিটির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাস থেকে শাহরুখ খান সুহানা খা অভিনীত এবং সুজয় ঘোষ পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে বলেই খবর। ২০২৫ সালের মার্চের মধ্যেই এই ছবির কাজ শেষ করা হবে বলেই জানা গিয়েছে। যদিও ছবির নাম কী হবে সেটা এখনও ঠিক হয়নি। এছাড়াও জানা গিয়েছে শাহরুখ খানকে সলমনের সঙ্গে টাইগার ভার্সেস পাঠান ছবিতেও দেখা যাবে।
আরও পড়ুন: ‘ভারতে দুটো জিনিস বিক্রি হয়—সেক্স আর শাহরুখ! বিস্ফোরক পর্নকাণ্ডে অভিযুক্ত শিল্পার বর
আরও পড়ুন: বাইক-গাড়ি চালিয়ে তরোয়াল নাচ গুজরাটি মহিলাদের, নবরাত্রির অনুষ্ঠান দেখে তারিফ নেটপাড়ার
তবে সুজয় ঘোষের এই ছবির হাত ধরেই যে সুহানা খান বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সেটা স্পষ্ট। ছয় মাসের মধ্যে ভারত এবং বিদেশ দুই জায়গাতেই এই ছবির শুটিং করা হবে বলেই খবর।
এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। সকলেই অপেক্ষা করে আছেন বাবা মেয়ের পারফরমেন্স একসঙ্গে বড় পর্দায় দেখা জন্য।